আমার কি তবে আরও হবে ক্ষয়?
এই পোড়ামাটির বাসন গড়াবে কোন নারীর পায়ে?
আমি ভিন্নমতে কোথায় তবে অহিংসা নিই?
আমি তপ্ত-সমাধিতে তবু কেন বরি ফুল?
জানি, এত এতকাল করেছে যে কেবল সুবার্তা বিনিয়োগ,
সে কখনও কোনও প্রতিহিংসায় জড়ায়নি তার একূল ওকূল।
যখন এই জীবনের উল্কা যাবে দরপতনের কোনও অচিন পারে,
জানাই তখন অত্যুক্তি শুধুই সেই ধনশূন্য কৃষাণীরে---এই ফসলেরই!
তাই দয়া করো, কৃপায় ফেরাও, যদি পার তো ফিরিয়েই দাও
সেই উত্তুঙ্গ চূড়াটিরে, ভালোবাসা তুমি নাম দিয়েছ যারে।
যারে পাঠিয়েছ শমন, তারে হয় দাও রণক্ষেত্র, নয়তো করো বিদ্ধ!
এ পূজারি হরহামেশাই জ্বালা সয়েছে
…করেছে যখনই উপেক্ষা পাপে,
আজ বাহুডোর তারই ছিন্ন করে, কোন সে তবে জঞ্জাল অত?
শেষ যে চিঠি, তার দামটা যাবার আগে ঠিকমতোই মিটিয়ে যেয়ো,
পার তো ছাই…তোমার ওই জীবন দিয়ে
এই জীবনের সবকটা দাম চুকিয়ে দিয়ো!