বৈপরীত্য

ভুলের ভিত্তিতেই গড়ে-ওঠা আমাদের সম্পর্ক,
ক্রমমিথ্যাচারে পরিস্ফুটিত আবেগ, অভিনয়ের ছলনায় প্রশ্রিত প্রেম,
প্রতারণার পরিচর্যায় বেড়ে-ওঠা ভালোবাসা---
এইটুকুই তো আমাদের টুকরো কিছু ধুলোবিস্মৃতি!


হাতে সময় বেশি নেই,
ফিরতে হবে এবার।
তবে তুমি নিশ্চিন্ত থেকো,
তোমার হিসেব আমি মিটিয়েই যাব।
একদিন সুসময় আসবে,
সেই সুসময়ে আমাদের প্রেমটা ঠিকই হবে।


আজ বুঝি, প্রিয়জন নয়,
শুধুই প্রয়োজন ছিলাম।
তবুও, তুমি আমার প্রাণের মানুষটাই রয়ে গেছ।
জীবনের মানেই হয়তো এমন বৈপরীত্য, এমনই পরিহাস!
Content Protection by DMCA.com