বেদনাসমাধি

তোমার ঘরের পাঁচিলের স্যাঁতসেঁতে গায়ে ঠায় থমকে আছে আমার পুরোটা সন্ধে-বিকেল,
তোমার ক্লেদিত গায়ের উষ্ণ ঘামে আমার সকল শান্তি-আরাম সেই কবে বিরতিতে গেছে,
তোমার ভাষার নিখুঁত গাঁথুনি ধরে থেমে যায় আমার চাতুর্যমাখা শব্দের সব আনাগোনা,
তোমার স্পর্শের স্পর্ধিত উঠোন পেরিয়ে আমার সমস্ত সুখ---সে যে অ-সুখের সাথে বোনা!




তুমি দেখো কি ওসব, আমার এসব কিছু?
তোমার অব্যক্ত দুর্মূল্য শব্দের কাছে আমার যা-কিছু ঋণ?
তোমার ঠিকঠাক কথার ফাঁকে লুকানো আমার আকণ্ঠ বেদনাসমাধি?
Content Protection by DMCA.com