বেদনার সুর

কামনা কুসুমে, নয়নমণিকায়
কামনা সায়রতীরে;
জাগলে যখন, জাগল ভুবন
দুখের ঘোমটা চিরে।




সেই ফাগুনে মহুয়াবনে
সারাটি যামিনী জাগি,
মধুপূর্ণিমা চাঁদ হেসেছিল
কেবল তোমারই লাগি।




গেঁথেছিল হার তারার কুসুমে
তোমারে পরাবে বলে;
পেল না তোমারে, বড় দুখে তাই
লুকোল নীলিমাতলে।




জাগল তরুণ, ঊষার অরুণ
জাগরণ কলরোলে,
তুমি যে তখন দাঁড়ালে এসে
ঊষার প্রসার কোলে।




কে তোমার ও গো ঘুম ভেঙে দিল
ঘুম-ভাঙা গান গেয়ে?
শুনেছ কি তার বেদনার সুর
যে ফেরে তোমারে চেয়ে?
Content Protection by DMCA.com