বিষণ্নসুন্দর

বড়ো সাধ ছিল---
তোমায় বাসব ভালো...
দুজন মিলে বাঁধব সুখের ঘর,
তোমায় নিয়েই কাটবে আমার সারাটি জীবনভর।
আগলে তোমায় রাখব কাছে, যত্নে গাঁথব মালা,
প্রার্থনাতে শুধুই তোমায় চেয়ে মানবো প্রাণেশ্বর...
সত্যিই বড়ো সাধ ছিল!


বাধ সাধল পোড়াকপাল,
পথের ভুলে ভুলপথেই থামিয়ে দিল অমোঘ নিয়তি।
এখন, এই প্রাণটা আমার ওষ্ঠাগত...
আমার সমস্ত সাধ, যেন ধুলোয় লুটোনো
একগুচ্ছ কৃষ্ণচূড়ার আড়ালে-থাকা বিষণ্ণসুন্দর!
Content Protection by DMCA.com