মানুষ ফিরতে চায়...
তবু, আমি ফিরি না।
আমি তোমাকে ভালোবাসি...
আমাদের মধ্যকার এই দূরত্বটুকু
আর সহ্য করতে পারছি না।
সারাক্ষণই মনে হয়,
তোমাকে কেন আরও একটুখানি বেশি
ছুঁয়ে থাকলাম না!
যদি এক্ষুনি থমকে যায়...
আমাদের পথচলা!
আমাদের মনটা যেন অদ্ভুত সব নিয়মে বাঁধা।
এ এক বিস্ময়কর গোলকধাঁধা—
কক্ষনো অতৃপ্তির বেড়াজাল ভাঙতে পারে না।
এবার খুউব ইচ্ছে হলো...
তোমায় মুক্তি দেবো—
তবে, বিকল্প পথ খুঁজে পাচ্ছি না।