বারণ

আমার চলতি হাওয়ার সময়খানি,
তোমাতেই দাঁড়ায় থমকে, জানি।


ইদানীং খুব রই অচেনা চেনা আয়নায়,
অনুভবে শুধু স্বপ্ন হয়ে তুমি আসো, তাই।


তুমি বাদে আসে না কিছুই কবিতায় একরত্তি,
তবু লিখতে দেখলেই তোমার ঘোরতর আপত্তি!


আমি পাই তোমাকে, কাছে এলেই গোধূলিআলোর লগ্ন,
তুমি যেন তবু প্রভাতসূর্যের এক কিরণের জালেই মগ্ন!


আমি হতে রাজি হৃদয়ের বাজি, তুমি যত বলো, যতবার,
যদি বিনা কুণ্ঠায়, নয় পিছুটানে, কাঁপেই হৃদয় তোমার।


দুয়ারে দাঁড়িয়ে ভাবিনি কখনও,
ধরা দেবে সুখ এভাবে এসে!
একনিমিষে চোখের পলকে,
এ সুখ জড়িয়ে হারিয়ে যাবই,
যদি তুমি থাকো সেই সুখে।


শুধু একটাই দাবি তোমার প্রতি,
ভুলে কখনও যেয়ো না আমায়!
মনে রাখতে বলিই তো নি,
শুধু ভুলে যেতে করেছি বারণ!
বারণটা তুমি শুনবে তো, বলো?
Content Protection by DMCA.com