প্রেমের কিছু শান্তিচুক্তি

 
আজকে একটা চুক্তি হোক!
আমার তুমি আছ, তোমার আমি আছি।
আমাকে তুমি দাও না সময় আমার মতো,
তোমাকেও আমি দিই না সময় তোমার মতো।
এমনই তো হওয়ার কথা, আমাদের একটা করে সংসার আছে!


যদি কথা না হয় সময়মতো, নিজেরাই সেটা
পুষিয়ে নেব একটুখানিও ভুল না বুঝে।


যদি কখনও মনটা তোমার খারাপ থাকে, কিংবা আমার,
তা-ও লিখে জানিয়ে দেবো। যখন মেসেজ লিখি,
ওই মুহূর্ততে যদি তুমি না-ও থাকো,
তবু আমি লিখে দেবো মনে যা আসে।
পরে তুমি সময় করে পড়ে নিয়ো! ইচ্ছে হলে একটু করে রিপ্লাই দিয়ো!
তোমার বেলায়ও এমনই হবে, ঠিক তো, জাদু?


আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি, তা আমার ঈশ্বর জানেন।
তুমি আমায় ভালোবাস ঠিক কতটা, তা তোমার ঈশ্বর জানেন।
এ সমাজ বলো, আর যা-ই বলো, আমাদের ভালোবাসা যা,
কেউ কখনও বুঝবেই না, তা ঠিক কতটা। তাই বলছি,
আমাদের ভালোবাসা হোক দীক্ষার এক মন্ত্রের মতো---
আমি জানব, তুমি জানবে, আর আমাদের ঈশ্বর জানবে।


এমনকি, তোমার কাছের কেউ থাকেও যদি,
বোলো না তাকেও। সে যদি বুঝে না বুঝে
কখনও আমায় আঘাত করে, কিংবা তোমায়,
আর একেবারে ভেঙেই ফেলে,
তবু তোমার প্রতি ভালোবাসাটা কমে যাবে না এতটুকুও!


তাই তো বলি, কী দরকার! ঝামেলা কিছু বাড়বে শুধু!
যদি তেমন কিছু হয়েই যায় হঠাৎ করে,
ভয় করি না। এ জীবনে তুমি থাকলে
পাহাড়টাকেও ঠিক সয়ে নেব।
Content Protection by DMCA.com