আজ এল স্বপ্নেরই খোঁজ। কেবল হলো কষ্টই নিখোঁজ। কিছু গুঁড়ো হাওয়ায় কান পেতেছি। চোখে ভালোবাসারই রং মেখেছি। তীব্র আলোর এমন প্রকাশ। অন্ধকারে পুরনো বিবাদ। কিছু আলোছায়ার চাকায় পড়েছি। প্রেমের কাহিনি তাই লিখেছি। এ তো পরিচিত আকাশ। সে তো নির্বাসনে বাতাস। বেনামি কিছু চিঠি পেয়েছি। অধরাই সে, জেনে গিয়েছি। জলছবি ক্যামবিসে আঁকা। রংতুলির কিছু গোপন কথা। টুকরো টুকরো অভিমান এঁকেছি। অধিকার হয়ে, তা-ও রয়ে থেকেছি। চোখের কাজল। আঁধার প্রাক্তন। কিছু রংচটা সুখ এনেছি। নিয়তির বনবাস শুনেছি।