জানিস, আমার কী মনে হয়?
আমি যা লিখতে পারি—
যে-বিন্দুতে এসে হঠাৎ থেমে যাই,
সেই শূন্যস্থানটাকে একমাত্র তুই-ই ছুঁতে পারিস।
আমার কেন যেন মনে হয়,
আমার অব্যক্ত কথাগুলো কেবল তোর কাছেই জমা আছে—
কেমন এক নিঃশব্দ চুক্তির মতো।
তবে কি আমরা পূর্বপরিচিত?
আমার ভাবনার শেষ অস্তিত্বটুকু
কীভাবে মিলে যায় তোর প্রারম্ভিকে?
পূর্বের মিলে-যাওয়া
কোনো অভিজ্ঞতা, কোনো কষ্ট, স্পর্শ কিংবা অনুভূতির
আড়াল থেকে জন্ম নেয়
নিঃশব্দ এক পথ—
যেখান থেকে দেখা মেলে এক নতুন দিগন্তের।
পূর্বের কোনো কিছুই আমার স্মৃতি নয়,
বর্তমানের কোনো কিছুই আমার প্রাপ্তি নয়।
সময়ের দুর্বার গতিপথে—
ভবিষ্যতের পরিবর্তিত আলো মিলিয়ে যাবে নতুনত্বে।
নতুন সৃষ্টিতে
মাতোয়ারা হয়ে উঠবে জাগতিক সুখ, সৃষ্টি হবে মায়ার,
ভস্ম হবে—আমাদের চেনা সব প্রতিকৃতি।