কী সে ভাষায় বলে, তোমাকে বোঝাই, ঠিক কতটা ভালো যে বাসি এই আমি তোমাকে! কী সে সুরে তানটা তুলে, বলি তোমাকে, কতটাখানি খুনসুটিতে খুব খুঁজি তোমাকে! কী সে মায়াজালে তোমাকে জড়াই, কী করে যে আগলে রাখি আমি ভীষণ তোমায়! কী এক চোখের ভুলে, তোমাকে হারাই, কী করে যে পলক সরাই ওই দুচোখের সীমানা থেকে! কী তীব্র হঠাৎ ঝড়ো হাওয়ার মতন এসে, সেই আবেশে ভয় হারিয়ে আজ ছুঁতে তোমাকে, পাগলাটে এক আশার তাড়ায় পেতে তোমাকে,... কী করে যে সত্যি বোঝাই---তোমায় হৃদয়ে বাঁধি ঠিক কতটা!