নিয়তিপরিক্রমা

পড়ে-থাকা অভিঘাত...
ঘুণে-খাওয়া সভাসদ...
খুইয়ে-যাওয়া মনোরথ...
আর?
আর...পচনধরা রক্তরস।
এমন কিছুই ক্ষুদ্র তোমার অভিশাপ,
আর লজ্জিত কিছু সম্পর্ক-পরিচ্ছেদ!


চোরাবালির চোরাপথ...
জলজ শৈবাল মরণবাড়...
বিষাদের নীল পদ্মাসন...
আর?
আর...সপ্তদশে শূন্যবাস।
এমন কিছুই নিম্ন তোমার মনস্কাম,
আর কষ্টজীবী দেহরস!


শত শতাব্দীকালপূর্ব কিংবা শত শতাব্দীকালউত্তর...
কখনও কোনও তরজমাকারী এগোতে এসে যায় বাঁধা পড়ে...
তখন তুমি কালবেলা হয়ে সামলাবে কি কালবোশেখি? না...
অদ্যকারের সারথি হয়ে অদ্যাবধি কৃত সমস্ত পাপের স্খলনের
যাত্রাবদলের সংস্রব হয়ে নব্যসূচক হবেই হবে?
হও যদিও, জেনো তবু, এ তো কেবলই তোমার নিয়তিপরিক্রমা!
Content Protection by DMCA.com