তোমায় মিস করতেই থাকি কী যে ভীষণ, এটুকও আমার বলাই বারণ! এক তুমি বাদে কেন ভালোবাসি না আর কাউকেই, এটুকও আমার বলাই বারণ! তোমায় ছাড়া বাঁচতে আমি ভুলেছি যে কেন, এটুকও আমার বলাই বারণ! তোমায় আমি চেয়েছি কত সারাক্ষণই, এটুকও আমার বলাই বারণ! তোমার জন্যে পাগলামিটা সত্যিই কেমন লাগামছাড়া, এটুকও আমার বলাই বারণ! তুমি তুমি করে সারা দিন-রাত কাটে প্রতীক্ষায় কীসের আাশায়, এটুকও আমার বলাই বারণ! তোমায় পাবো না জেনেও ভালোবেসেছি কেন যে এমন, এটুকও আমার বলাই বারণ! রাজ্যের যত ভাবনা ফেলে কেন তোমায় ছাড়া ভাবিনি কিছুই, এটুকও আমার বলাই বারণ! তোমায় এত বিরক্ত করি, ছুড়ে ফেলে দাও, তা-ও কেন চাই তোমাকেই, এটুকও আমার বলাই বারণ! তুমি নেই ভাবলে আমার অস্তিত্বটুকুও কিছুতেই কেন টের পাই না, এটুকও আমার বলাই বারণ!