না-কথার পিঠে চুপকথা

আপনি এমন চুপ হয়ে আছেন কেন? কী হয়েছে?
আমার সাথে কথা কেন বলছেন না? আমি করেছিটা কী?


এমন চুপ হয়ে থাকলে আমার...
অ্যাসফিক্সিয়া হয়।
ডিফিকাল্টিস ইন রেসপিরেশনের কারণে অক্সিজেন-সিলিন্ডারের প্রয়োজন পড়ে।
রেসপিরেটরি সেন্টার স্টপেজ হয়।
লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে পেইন হয়।
কার্ডিয়াক আউটপুট কমে যায়।
ভেনাস রিটার্ন প্রোপোরশোনালি কমতে থাকে।
হার্ট আর কিছুতেই পাম্প করতে চায় না।
হাইপোথ্যালামাস আর এক্সাইটেড হয় না বা স্টার্ট হলেও ইনহিবিটেড হতে চায়ই না!
মেডুলারি সেন্টার সিজেশান হয়।
নারভাস কন্ট্রোল হারিয়ে যায়।
সারকুলেটরি সিস্টেম সারকুলেশান কমপ্লিটলি স্টপ করে দেয়!
কোমা,
কনভালসান,
অ্যান্ড দেন
টেনডস টু ডেথ হয়ে যায়!
সো, প্লিজ...


ব্যাপারটা বুঝতে পারছেন তো?
স্যার, বলছিলাম কী, মুখটা এবার খুলবেন? না কি বই ঘেঁটে আরও কিছু শব্দ বের করে করে আপনাকে আরও একটু ভয় পাইয়ে দেবো?
Content Protection by DMCA.com