নগ্ন হলাহল

এ আমার কাছে মোটেও তুচ্ছ নয়।
আসন্নের দাপটে বিকট খোলে যার
বন্ধ কপাট, আগন্তুক অতিথি যেন
সেই নিঃসঙ্গ কুটিরে
একান্ত গন্তব্য হয়ে যায়।

যেন সে বিশুদ্ধ গোলাপ আনে,
প্রাণে সুষম সুঘ্রাণ—একেকটি ধানে,
যে তোমার ঈপ্সিত—বস্তুত খাদ্য‌ই...
ভাতের গাঢ়-মাড়, অবিকল সে-ই তো
দেবে এনে যুদ্ধের শেষে
ভূষিত মাল্যদান, শস্যের পাহাড়।

এ তারই ফসলের সেদ্ধ জল।
এর‌ই জন্যে কলকল্লোল, নগ্ন হলাহল।
এর‌ই জন্যে যুদ্ধ; যুদ্ধে আমার জয়—
এ আমার কাছে মোটেও তুচ্ছ নয়।
Content Protection by DMCA.com