ধন্যবাদ, আমাকে এভাবে ছুড়ে মারার জন্য…এভাবেও ছুড়ে মারা যায়! ধন্যবাদ, আমার আবেগগুলো নিয়ে অতটা নিপুণভাবে খেলার জন্য। ধন্যবাদ, নিজেকে পুরুষ বলে চেনানোর জন্য। ধন্যবাদ, নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করার জন্য। ধন্যবাদ, তোমার এতগুলো চেহারা চেনানোর জন্য। ধন্যবাদ, আমাকে পাগল বলার জন্য, বাস্টার্ড বলার জন্য। ধন্যবাদ, আমি যে যে অপরাধ করিনি, সেগুলোর শাস্তি আগে থেকেই দেবার জন্য। ধন্যবাদ, যে মানুষটা তোমার চোখের দিকে চেয়ে বেঁচে থাকতে চেয়েছিল, তার চোখ উপড়ে ফেলার জন্য। ধন্যবাদ, বাইরের লোকেদের ভবিষ্যতবাণীগুলোকে পুরোপুরি সত্যে পরিণত করার জন্য। ধন্যবাদ, আমার চোখের জলের ফোঁটাগুলোকে উপহাস করার জন্য। ধন্যবাদ, একটুকরা কাবিননামাকে নিজের দুর্বলতা বলে প্রকাশ করার জন্য। ধন্যবাদ, ভণ্ডামি নিয়ে নিজেই সবচেয়ে বেশি লেখা লিখে নিজেই নিজেকে সবচেয়ে বড়ো প্রতারক হিসেবে পরিচয় করিয়ে দেবার জন্য। ধন্যবাদ, একজন মানুষকে লাথি মারতে মারতে ক্ষতবিক্ষত করে দেবার জন্য। ধন্যবাদ, সত্যি আর মিথ্যের মাঝামাঝি অবস্থানে সবসময়ই থেকে যাবার জন্য। ধন্যবাদ, তোমার জনপ্রিয়তার অজুহাত দেখাবার জন্য। ধন্যবাদ, আমাকে খুব কৌশলে লুকিয়ে রাখার জন্য। ধন্যবাদ, মেসেঞ্জারে দায়িত্ব পালন করে নিজেকে রেসপনসিবিল প্রমাণ করার জন্য। ধন্যবাদ, আমি কাঁদতে কাঁদতে যেসব সন্তানতুল্য লেখার জন্ম দিয়েছি, ওদের নিয়ে ঠাট্টা করার জন্য। ধন্যবাদ, আমাকে লাইকের কাছে বিক্রি করে দেবার জন্য। ধন্যবাদ, নিজের ইনোসেন্সকে মোক্ষম হাতিয়ার বানানোর জন্য। ধন্যবাদ, ঘেন্নার মতন নতুন অনুভূতির সাথে আমাকে পরিচয় করিয়ে দেবার জন্য। ধন্যবাদ, আমার মাকে সন্তানহারা করার জন্য। ধন্যবাদ, আমাকে সত্যি সত্যিই হারিয়ে দেবার জন্য। ধন্যবাদ, জীবনে একটাও ফোনকল না করার জন্য। ধন্যবাদ, আমার আত্মিক মৃত্যুকে স্বাভাবিকভাবে নেবার জন্য। ধন্যবাদ, আমার শারীরিক মৃত্যুর অপেক্ষায় থাকার জন্য। ধন্যবাদ, একটা ছোট্ট মেয়ে, যে তোমার কষ্ট নিয়ে কল্পনা করলেও ভয় পেয়ে যায়, সেই মেয়েটাকে ঝামেলা মনে করার জন্য। ধন্যবাদ, কোনোদিনই ঠিক সময়ে কেবল হাতটুকুও বাড়িয়ে না দেবার জন্য। ধন্যবাদ, বার বার প্রতারণা করার জন্য। ধন্যবাদ, যে তোমার হয়ে তোমার সাথেই যুদ্ধ করে, তাকে লাথি মেরে বের করে দেবার জন্য। ধন্যবাদ, নিজের পরিবারের কাছে আমাকে সবসময়ই তুচ্ছ করার জন্য। ধন্যবাদ, নিজের ভালো সময়ে আমাকে আর চিনতে না পারার জন্য। ধন্যবাদ, তোমার অত বড়ো চাকরির অহংকার দেখানোর জন্য। ধন্যবাদ, তোমার সমস্ত ব্রোকেন প্রমিজের জন্য। ধন্যবাদ, নিজেকে নিয়ে সারাক্ষণই দম্ভ করার জন্য। ধন্যবাদ, এক নিজের ছাড়া আর কারুর কথাই না ভাবার জন্য। ধন্যবাদ, তোমার রক্তে প্রোথিত কাপুরুষতার জন্য। ধন্যবাদ, মুখে মুখে পৌরুষ জাহির করার জন্য। ধন্যবাদ, দিনের পর দিন মিথ্যে গল্প ফাঁদার জন্য। ধন্যবাদ, একটা ক্ষুধার্ত মানুষকে টিটকিরি মারার জন্য। ধন্যবাদ, স্রেফ শোবার প্রয়োজনে ভালোবাসি বলার জন্য। ধন্যবাদ, আমাকে সবসময়ই দোষারোপ করার জন্য। তোমাকে ধন্যবাদ, সৈকত!
নাও, আমাকে উপহাস করার জন্য আরও কিছু রসদ আমিই তোমাকে দিলাম। আমার আবেগ সেচে, রক্ত শুষে, ব্যথা নিংড়ে পোস্ট বানিয়ে তোমার ফেইসবুকে দাও। লাইক গোনো, কমেন্ট পড়ো। আমি তোমার মতন বড়ো মানুষ হতে চাই না। আমার জীবনে ভালোবাসা আর যেন না আসে। তুমিও ফিরে এসো না। যাও, চাকরি করো, লিখো, সংসার করো। আমাকে মেরে ফেলার জন্য অনেক অনেক ধন্যবাদ।
চারটা বছর আমি তোমার পাশে থেকেছি যেভাবে, কারুর স্ত্রীকেও দেখিনি এভাবে পাশে থাকতে। কখনও এত বড়ো বড়ো কথা বলতে চাইনি, লোকের সামনে তোমার মতন বড়ো বড়ো বাজে বাজে মিথ্যে কথা বলা মানুষ আমি নই। তোমার সৃষ্টিকে আমি এত বেশি স্নেহ করেছি, যা তুমি নিজেও করোনি কখনও। আমি চেয়েছিলাম তোমার হাঁটার রাস্তাটা সহজ করতে, আর সেই তুমি কিনা আমাকে খুন করে ফেললে!
অবশ্য ঠিকই আছে! সাপুড়ের মৃত্যু তার নিজের হাতে পেলেপুষে বড়ো করা সাপের হাতেই তো হয়! আমার মৃত্যুর জন্য তোমাকে অশেষ ধন্যবাদ!