দুঃখ আর আমি কালো গরুর গায়ে-বসা ধূসর কাকের মতো--- পরস্পরের ভার ঠিকই সহ্য করতে পারি।
দুঃখ আর আমি দিদিমার মাথায় আদুরে শুভ্রকেশের মতো--- জলে ভিজলেও রং বদলায় না।
দুঃখ আর আমি উঠোনের দড়িতে ঝোলানো থানকাপড়ের মতো--- সব ধুলোই গায়ে মেখে নিই।
দুঃখ আর আমি পাতায় পাতায় ওড়া প্রজাপতির মতো--- ডানার ত্রস্ত ঘায়েও ঝরে পড়ি না।
দুঃখ আর আমি বিষাদের আকাশে একফালি রংধনুর মতো--- দূর থেকেই বড়ো আপন লাগে।
দুঃখ আর আমি শুকিয়ে-ওঠা বিগতযৌবনা অশ্রুফোঁটার মতো--- হৃদয় নিংড়ে হৃদয় ভেজে।
দুঃখ আর আমি দেয়ালে টাঙানো বিশ্বস্ত ওই ছবির মতো--- ছেড়ে দিলেও যা যায় না ছেড়ে।