থেকে যাবার নিষেধাজ্ঞা


১. সব কিছু ভুলে যাবার আগে মনে রেখো, আমিও কিন্তু ছিলাম একই পথে...মনে রেখো...মনে রেখো...

২. অপেক্ষার ফল সবসময় ভালো হয় না। অনেকসময় অপেক্ষার শাস্তিস্বরূপ আরও অনেক বেশি অপেক্ষা করতে হয়।

৩. ভালো থেকো, কিন্তু আমাকে ভালো থাকতে বলার জন্য থেকে যেয়ো না।

৪. ধীরে ধীরে চলো...নইলে দ্রুতই আমায় ধরে ফেলবে...

৫. মৃত্যুই শ্রেষ্ঠ, মৃত্যুই আনন্দের, মৃত্যুই জয়...

৬. তোমার সব প্রতিশ্রুতির কথা আমার মনে আছে; তাই তোমার কথা মনে পড়লেও ভয় হয়।

৭. শীতলপাটির মতন শীতল আমার চোখদুটি তোমার চোখের ঘৃণার কাছে হেরেই গেল।

৮. জন্মানোর আগেই যাদের মৃত্যু হওয়া উচিত ছিল, আমি তাদেরই একজন।

৯. যাও...তুমি এবার যাও...আমি বলছি...এটাই সময়...যাও...যাও...

১০. শরীরের ভাষা বোঝাতে বোঝাতে মন বোবাই হয়ে গেল।
Content Protection by DMCA.com