থাকুক কিছু বাধ্যতার দাবি

 
আমি চাই,
তুমি আমায় কারণে অকারণে বকো।
ওষুধটা খেলাম না কেন, দুপুরে খেতে ভুলে যাই কেন,
টেবিলের বইগুলো না পড়ে ফেলে রাখি কেন---
এসব নিয়ে ইচ্ছেমতো বকো।


আমি চাই,
তুমি আমায় প্রয়োজনে অপ্রয়োজনে বকো।
রাতে দেরি করে ফিরলাম কেন, লুকিয়ে লুকিয়ে সিগারেট খেলাম কেন,
ইচ্ছে করেই না ঘুমিয়ে সারারাত জেগে থাকি কেন---
এসব নিয়ে ইচ্ছেমতো বকো।


আমি চাই,
তুমি আমায় যাচ্ছেতাই করে বকো।
তোমায় টেক্সট করলাম না কেন, তোমার ফোনটা ধরলাম না কেন,
তেমন কোনও কারণ নেই, তবুও তোমার সাথে ঝগড়া করলাম কেন---
এসব নিয়ে ইচ্ছেমতো বকো।


আমি চাই,
তুমি আমায় বিনানোটিশেই বকো।
চুল কেটে ছোট করে ফেললাম কেন, বড়গলার ব্লাউজ পরলাম কেন,
বিয়ের অনুষ্ঠানে যাবার সময় স্লিভলেস ড্রেসটা পরলাম কেন---
এসব নিয়ে ইচ্ছেমতো বকো।


আমি চাই,
আমায় তুমি এই বকাবকির ভালোবাসায় আকণ্ঠ ডুবিয়ে দিয়ে
বিস্তীর্ণ এই মরুভূমি-মনে প্রেমের একপশলা বৃষ্টি হয়ে
আমার সবটা ব্যথা ধুয়ে মুছে দাও।


আমি চাই,
তুমি আমায় যখন-তখন বকা দিয়ে যাও!
আমায়, যত ইচ্ছে হয়, বকো!
আমি তোমার বকা-খাওয়ার মানুষ হব,
তোমার নীলআকাশে যদি মেঘ এসে যায়,
সেই মেঘটা ঠেলে একপশলা বৃষ্টি হয়ে
মুঠোয় মুঠোয় তোমার দুঃখ-নেবার মানুষ হব!


আমার প্রতি উদাসীনতায় কিংবা দ্বিধায় কেঁপে
ভুলে-ভরা, স্বেচ্ছাচারী আমায় দেখেও
চুপ করে রয়, সব মেনে নেয়, আমি অন্ধ হলেও যার কিছুই যায় না এসে---
এমন মানুষ তো অনেকই পাই…
এবার আমার বকা-দেবার নিজের একটা মানুষ চাই!
Content Protection by DMCA.com