আমায় তুমি চোখের মায়ায় এত বাঁধো কী করে, বলো তো? কী করে পারো, সত্যি? এত মায়াজালে আটকাতে কেউ পারে কি আদৌ! এখন এই হৃদয়ের চারটি প্রকোষ্ঠ জুড়ে এত এতটাই তোমার মায়া, আমি যেন এখানে খুঁজে আর পাই না কিছুই এক তোমারই মায়া ছাড়া। তুমি এত আবেগ মাখিয়ে দিয়ে আমায় সাজাও কেন, বলো তো? কী করে পারো, সত্যি? এতটা আবেগ দিয়েও সাজাতে কেউ পারে কি আদৌ! এখন আমার মনের পুরো মণিকোঠাই এত যে তোমার আবেগে সাজানো, আমি যেন আর এই মনে আর পাই না কিছুই এক তোমার আবেগ ছাড়া। তুমি এত এত প্রেমের কথায় আমায় ভীষণ আপন কেন করো, বলো তো? কী করে পারো, সত্যি? এত কথার নিপট বুননে বুকে টানতে কেউ পারে কি আদৌ! এখন আমার সমস্তটাই ভালোথাকার কারণ জুড়ে এমন করে তুমি-ছড়ানো, আমি যেন ভালোথাকায় আর একটা কারণও পাই না খুঁজে এক তোমার ভালোবাসা ছাড়া।