ঠিকানা রাখোনি যদিও




আমি জানি, বাস্তবতা ভিন্ন।
তবে, কী ঘটতে পারে, সেই তর্কে জড়িয়ে
প্রিয় মানুষটার জন্য দীর্ঘঅপেক্ষার...
ব্যাপ্তি নির্ধারণ কখনোই সম্ভব নয়।

আমার সময়জুড়ে তোমায় রেখেছি— অনির্দিষ্টকালের জন্য।

তোমার জন্য মনের অশান্ত ঘরে—
একটুকরো জায়গা যদি থেকে যায় আজীবন...
তবুও বলবে, আমি তোমার নিয়তিতে নেই?

তোমার স্পর্শ আমি একমুহূর্তও
ভুলে থাকতে পারিনি—
তবুও বলবে, আমি তোমার ভালোবাসার মানুষটা নই?
Content Protection by DMCA.com