জেগেছে বসন্ত!

 হে প্রিয়, আনন্দ করো, মেতে ওঠো!
এসেছে বসন্ত, তাকে বরণ করো!
যত সুবাস আর রঙের বাহার,
মাখো শরীরে, হও মাতোয়ারা!
ওঠো, ঘুমিয়ো না আর,
হাওয়ায় মেলো চুলের সাগর!
জেগেছে ভাগ্য, বেঁধে নাও তাকে,
ওই উন্নাসিক উদ্ধত চোখ ছুঁড়ে ফেলো দূরে,
দোহাই লাগে! চোখ মেলে দেখো, কত রঙ জাগে!
ওগো প্রিয়, রাঙাও আমায় তোমারই রঙে!
যে ভালোবাসা আজ জেগেছে প্রাণে,
দাম যা হয় হোক না তবু দেবো একমনে,
এ যৌবন রাখো বন্ধক, তবু প্রেম দাও,
দিয়ো না ফিরিয়ে, এর বদলে যা নেবে নাও!
এ বসন্ত হাওয়ায় উড়ে যাক সব,
কে কী বলে করি না পরোয়া!
ভালোবাসা বড়ো আজব নদী---ওতে
ডুবলে মরে, মরলেই বাঁচে!
Content Protection by DMCA.com