জীবন যখন যেখানে

 মাঝে মাঝে জীবনটা কারও আনত চোখের পাতার ভাঁজে ভাঁজে লজ্জায় মুখ লুকায়।
 জীবন কখনও আবার লেপটে থাকে খোলাচোখেই!
 কারও ঠোঁটের নিষ্পাপ হাসিতে, কিংবা অশ্রুর ধারায় জীবনকে ঠিকই খুঁজে নেওয়া যায়।
  
 যে দু-চোখের সমস্ত স্বপ্নই ভেঙে গেছে, সেখানেও জীবন আছে।
 যে স্বপ্ন হঠাৎ ভেঙে যায়, জীবন নড়বড়ে শরীরে সেখানেও থেকে যায়।
  
 এই জীবনটাই পুরো পৃথিবীর কাছে দাঁড়িয়ে একদমই ছোট্ট হয়ে যায়,
 আবার মনের এককোণে গোটা জীবনটাই স্মৃতি হয়ে পড়ে থাকে।
  
 দিনযাপনের ক্লান্তিতে জীবন কখনও বিষাদে ঘেরা,
 কখনওবা জীবনের সত্যে সত্যেই জীবন ভাস্বর।
  
 বন্ধুরা যখন বোঝে না, কিংবা বুঝেও খুব বাজেভাবে ঠাট্টা করে,
 জীবন সেখানেও আছে…হয়তো ভেজা-চোখে।
  
 শিশুর অপাপবিদ্ধ হাসিতে, ভিড়ে কিংবা কোলাহলে জীবন নিজেকে রাখেই!
 চোখের সঙ্গে চোখের মিলনে বা বিচ্ছেদে, মুহূর্তের সঙ্গে মুহূর্তের সামীপ্যে,
 পৃথিবীর অচেনা জায়গাতেও…জীবন ঠিক কাটে।
  
 ভুল বোঝাবুঝিতে জীবন আছে, আছে সার্থকতায় বা নিরর্থক প্রচেষ্টাতেও।
 জীবন যেখানে থেমে যায় কিংবা থমকে দাঁড়ায়, সেখানেও জীবন আছে! 
Content Protection by DMCA.com