এই ঘর-দুয়ার,
টেবিলের ধূসর রানার,
প্রায়-শুকিয়ে-আসা কলম,
আধছেঁড়া খাতা—
সবই তোমার হোক।
তোমার মনমতো সব পাও,
যা যা তুমি চাও—
সন্তান-ধরণি,
তনুতে—
মেশাও তোমার তনু—
ঘরনির;
দেহ-আত্মা-মন...
সব তেমনি।
তোমার শহরে বৃষ্টি হোক,
যেমন তুমি চাও।
আকাশভরা তারা হোক,
জোৎস্না হোক,
একবাগান শিউলি হোক।
সুখ হোক, স্বস্তি হোক,
একপৃথিবী তৃপ্তি হোক।
তোমার একটা তুমি হোক!