এই পৃথিবীতে রোজ এলোমেলো কতকিছুই তো ঘটে যায়,অথচ সব হিসেব আমার বেলাতেই? আমিই কেন পাবো না আমার ভালোবাসার মানুষটাকে? এটা তো খুব ছোট্টো একটা চাওয়া, তা-ও কেন আমিই সবকিছুই থেকে বঞ্চিত হবো? এ কেমন জীবন, যে জীবন কেবলই অপ্রাপ্তিতে কেটে যায়? নাহয় তুমিই সামনে দেখো, আমি পড়ে থাকি পেছনটাতে? আমার দৌড়ে যাবার জায়গা তো নেই, নাহয় আমি থেকেই যাই প্রতীক্ষাতে? তুমি সুন্দর, তাই চেয়ে থাকি, প্রিয়... এমনটা কিছুতেই নয়। খুব সুন্দর তুমি... কিংবা খুব অসুন্দর তুমি... আমার ভালোলাগা ভালোবাসায়... কোথাও কোনও ভিন্নতা সৃষ্টি করে না। তোমায় ভালো লাগে, তোমায় ভালোবাসি, তাই চেয়ে থাকি। তোমায় চাইতে বারণ, মানছি। চাইতে পারি না বলেই হয়তো এমন চেয়ে থাকি। দৃশ্যমান চোখে... অদৃশ্য দেখি। হায়! তোমার দিকে চেয়ে থাকতে পারা আমার কয়েক জন্মের পুণ্যফল!