ক্ষণের ওপিঠে

 এমন যে ক্ষণ, মাহেন্দ্রক্ষণ কি একেই বলে?
এই মুহূর্ত--আমাদের হোক,
ঘুরে আসি চলো পৃথিবী ছেড়ে
ওই দূরের পথে,
যেখানে সবাই ঘুমিয়ে গেছে,
শূন্যতা কেবলই সময় তাড়ায়,
অনন্ত ওই আকাশজুড়ে তারারা জ্বলে
আর জেগে থাকে নীরব হাওয়া।
দিন নিভে গেলে
থোকায়-থোকায় তারা ফুটে ওঠে,
ভাসব সেখানে বাতাসের ভাঁজে।
 
তোমার বুকে আমার হৃদয়,
দুই মিলেমিশে এক হয়ে রয়,
শরীরী এক মুহূর্ত যেন শরীর ফেলে চুপিসারে আসে,
তুমি-আমি আর আমি-তুমি মিলে শুভক্ষণ গড়ি,
আমরা হারাই, ভালোবাসা থাকে,
রাত ঘুমালে হৃদয় জাগে।
Content Protection by DMCA.com