কোথাও যন্ত্রণা

দেখো, আকাশ ভেঙে বৃষ্টি নামছে—
আমার যত অশ্রু,
যেন তোমাকেই খুঁজে ফিরছে।

তোমাকে মেঘ সরিয়ে,
চুপিচুপি আগলে রেখেছিলাম—
রেখেছি,
রাখব...হয়তো
বহুদিন পরও।

তবুও, কোথাও একটা
ভীষণ যন্ত্রণা হচ্ছে।

বলতে চাইনি—
"তোমায় ভালোবাসি",
তবুও আজ
শুধু একবার তোমায় দেখতে
ভীষণ ইচ্ছে করছে।