নদীর ওপারে স্বপ্নের যে-সংসার, তা কি ভালোবাসার আবেগে গড়া, না একরোখা জেদের নির্মাণ?
নদীর ঢেউ যেমন পাড় ভাঙে, তেমনি কি ভেঙে যাবে আশার ঘরও?
তুমি যে ভেবেছিলে—ভালোবাসা...
হাওয়ার সেই সতর্কবাণী কি ছিল নিছকই শঙ্কার ছায়া, না বাস্তবতার এক কঠিন আয়না?
আহা, ভালোবাসা! সে তো নিজেই এক বেপরোয়া পথিক—
কখনো উচ্ছ্বাসে নাচে, কখনো অভিমানের গভীর রাতের নীলে বিলীন হয়।
সে যে স্বপ্নের প্রদীপ জ্বালায়, আবার হঠাৎই এক দমকা বাতাসে নিভিয়েও দেয়।
তবু হৃদয় তা বোঝে না—সে পথের পথিক হয়েই ফিরে আসে
শব্দে, স্পর্শে, স্মৃতির চিরসবুজ ছায়ায়।
ভালোবাসা কি তবে এক কুহক? না নদীর ওপারে জেগে-থাকা শাশ্বত এক প্রতীক্ষা?