ফুল পেকে কৃষ্ণচূড়া,
মন পেকে মাঝি,
জল পেকে জাদুসোনা,
কে তুমি বা’জি?
আঁধার বড়, আলোই দড়!
হৃদয় পেকে রগচটা রাত,
বাঁশের কৌটোয় বেগুনপোড়া ভাত,
কাকপক্ষীর কারচুপি হাত,
আমার মূলে করল আঘাত…
ভীষণ এড়ো কাজি!
নেই-ভ্রুক্ষেপ আস্ত বলদ,
জলছবি…রঙ-কাস্তে রসদ,
ভেউ ভেউ ভেউ ভেলকি শপথ…
আঁটলে রাজি, নয়তো পাজি!
ধিক ধিক ধিক! সব শালা কি চোর-নাস্তিক?
আদ্যপ্রান্ত বস্তাপচা,
নাস্তানাবুদ ব্যস্তরাজা,
সস্তাশ্বাপদ জাতচোরা ভূত,
দেউল বেউল, দশভুজা দূত,
মাতালমাস্তি, কবির দোস্তি!
নিত্যসিদ্ধ ঢকের সাজা,
হয়তো চুরুট, নয়তো গাঁজা,
মন্দস্বভাব ধূর্ত নবাব,
শাকপাতা খা! নইলে কাবাব,
পাত খোয়াবি, আর করবিটা কী?