কাব্যকায়া

প্রিয়ংবদার কথা শুনতে বুঝি ব্যস্ত খুবই?
কই, আমার কথা শোনার সময়ই তো জোটে না দেখি!
ওহ্‌, আমি বুঝি ওর মতন অমন দারুণ কথা জানি না ছোটাতেই?
তো কী হয়েছে, তুমি তোমার কথার মালায় আমায় সাজিয়ে নিতে পারলে না আজও?


কী ব্যাপার, বলো তো? সুপ্রিয়ার সৌন্দর্যে মুগ্ধ হতে ব্যস্ত বুঝি খুউব?
কই, আমায় সুন্দর দেখতে মনেই তো থাকেই না! না কি সময়ই হয় না অত?
ওহ্‌, আমি বুঝি ওর মতন অমন সুন্দরীশ্রেষ্ঠা নই কিছুতেই?
তো কী হয়েছে, তুমি তোমার মনের লাবণ্যে আমায় সাজিয়ে নিতে পারলে না আজও?


শুচিস্মিতার হাসিতে হাসিতে বিস্ময় কুড়োতে আজ ব্যস্ত ভীষণ?
কই, আমার হাসিতে মুগ্ধ হতে আজও দেখলামই তো না! না কি সময়ই থাকে না তত?
ওহ্‌, আমি বুঝি ওর মতন অমন হাসির জাদুতে তোমায় পাগল করতে পারি না ভুলেও?
তো কী হয়েছে, তুমি তোমার হাসির ছলে আমায় সুখে ভরাতে পারলে না আজও?


কৃষ্ণকলির কাজলচোখের মায়ায় ডুবে, নিজেকে হারিয়ে ফেলে ব্যস্ত দারুণ?
কই, আমার আঁখি-কাজলে একটুও মায়া খুঁজতে সময় তোমার মেলেই তো না!
ওহ্‌, আমি বুঝি ওর মতন অমন চোখের মায়ায় তোমায় বাঁধতে পারি না খুব চেষ্টা করেও?
তো কী হয়েছে, তুমি তোমার ওই দুচোখের জাদুমায়ায় জড়াতে আমায় পারলে না আজও?


কাব্য-করা কাব্যকন্যের ভালোবাসায় ধরা দিতে ব্যস্ত নাকি?
কই, আমার ভালোবাসায় ধরা দেবার ন্যূনতম সময়টুকুও কখনও তোমায় দেখিনি পেতে!
ওহ্‌, আমি বুঝি ওর মতন অমন কাব্য করে ভালোবাসতেই পারি না তেমন?
তো কী হয়েছে, তুমি তোমার ভালোবাসা দিয়ে কাব্যকায়ায় গড়তে আমায় পারলে না আজও?
Content Protection by DMCA.com