ওড়ে আলো

মনের মানুষ,
স্মৃতির ফানুস!


মিষ্টি হাসি,
কথারাশি!


কুসুমকলি,
ভালোবেসে বলি!


বোকামন,
অবোধ জীবন!


আনারকলি,
বারোমেসে গলি!


কৃষ্ণকলি,
প্রেমের বলি!


গরুর গাড়ি,
লোহার নাড়ি!


গান বিদেশি,
কান্নাই বেশি!


নয়নমণি,
স্নেহের খনি!


দুষ্টু পাখি,
ব্যর্থ সাকি!


ধ্বনির সারি,
শুনতে ভারী!


কন্যাকুমারী,
অপ্রেমে আড়ি!


ক্যামেলিয়া ফুল,
পাহাড়িয়া ভুল!


লাজুক চৌকো,
আড়ালে নৌকো!


দেবী দেবযানী,
ভালোবাসায় মানি!


বকুলফুল,
ঝিনুকের ভুল!


স্বপ্নের খাবি,
হিরের নাকছাবি!


ওগো সুভাষিণী,
জন্মজন্মান্তরে চিনি!
Content Protection by DMCA.com