ওপড়ানো রাত্রিগুলি

আমাদের ভেতর থেকে
সবকটা রাত্রি উপড়ে ফেলা হোক।
গাছেদের কান্না উপেক্ষা করে
সমস্ত পাতা ও ডালপালা পুড়িয়ে দেওয়া হোক।
ভালোবাসার গান গাইতে গাইতে শিশুরা এলে,
ওদের কণ্ঠ চিরতরে রুদ্ধ করা হোক।


এরপর, আমাদের মধ্য থেকে
ওপড়ানো রাত্রিগুলি
পুরো জঙ্গলে বীজ ফেলতে ফেলতে
মৃত্যুর দিকে হেঁটে যাবে।


আমাদের বাড়ির উঠোনে
রোদ্দুরের বদলে খেলা করবে
মৃত কিছু অপরিণত কণ্ঠস্বর,
যাদের খুনের দায় আমাদের ঘাড়ে।


আমাদের হৃদয় থেকে
রাত্রি উপড়ে ফেলো,
বন নিংড়ে ফেলো,
পাখিদের বিতাড়িত করো।
তারপর দেখো,
তোমাদের সকাল আমাদের রাত্রির খোঁজে ঠিকই হারিয়ে যাবে।
Content Protection by DMCA.com