সত্যিই ভীষণ একা লাগে! এত আলোর মাঝেও, এত এত আশার ভিড়েও, আজ আমি সত্যি বড্ড একা! রাতের আকাশটাকে যখন মাঝরাতে জানালার পাশে বসে একমনে দেখি, তখন ওই আকাশের অমন বিশালতা দেখে আমার বড্ড একা লাগে। আজ আমি সত্যি বড্ড একা! সারা দিনের কাজে ডুবেও, শত লোকের ভিড়ের মধ্যেও, তোমার অভাব আমায় খুব একা করে রাখে। আজ আমি সত্যি বড্ড একা! সারাটি রাত প্রতীক্ষার পরে, শেষরাতে তোমার অবহেলার পাতে, কান্নায় ভেসে যেতে যেতে আমার বড্ড একা লাগে। আজ আমি সত্যি বড্ড একা! কান্নাগুলোকে গিলতে গিয়ে, তোমার থেকে আড়াল হতে, শত শত তুমির মাঝেও আমার বড্ড একা লাগে। আজ আমি সত্যি বড্ড একা! তোমার কথায় মনটা জুড়তে গিয়ে, আমার সমস্ত কথা হারিয়ে, তোমার উদাসীনতায় অভ্যস্ত হতে গিয়ে, শত শত কথার ভিড়েও, শব্দহীনতায় ভুগতে গিয়ে...ভীষণ একা লাগে। আজ আমি সত্যি বড্ড একা!