তোমায় আমার ভালোথাকার একমাত্রিক উৎস হিসেবে পেতে আমি ভীষণ ভালোবাসি! আমার খুব ভালো লাগে ‘তুমি’ নামের এই বিশেষ ঘোরে সারাটি দিনই কাটিয়ে দিতে! এখন আমার কেবলই ব্যস্ততা আর ব্যস্ততা! তোমায় ভালোবাসার ব্যস্ততা! তোমায় কাছে পাবার ব্যস্ততা! তোমার টানে প্রতিকূলের অনুবর্তী বাস্তবতা, কিংবা বিপরীত পাশ থেকে ছুটে-আসা সমস্ত অসম্ভবের সংগতিকে পেরিয়ে যাবার আকুলতার ব্যস্ততা! এখন আমার শুধুই তোমায় ভালোবেসে তোমারই আবেশে নিজেকে আরও একটুখানি আবিষ্ট করে নেবার একপৃথিবী ব্যস্ততা! আমি এখন ‘তুমি’ নামের এক স্বপ্ন-আকাশে মুক্ত বিহঙ্গের মতোই তোমার মায়ায় মিশে থাকতেই ভীষণ ভীষণ ভালোবাসি গো! আমি এখন একনিমিষেই একলা রাতের একলা চিঠি হয়ে তোমায় সে চিঠির তন্নিষ্ঠ পাঠক হিসেবে পেতে এক আশ্চর্য ভালোলাগায় ডুবে থাকতে সত্যিই ভীষণ ভালো থাকি! আমি এখন প্রাণভরে ‘তুমি’ নামের নিঃশ্বাসটি নিতেই একধরনের হলদে-সবুজাভ ভালোলাগায় বেঁচে থাকি! আমি সত্যিই এখন তোমার মায়ায় বেঁচে থেকে, আমার এই ব্যক্তিগত ‘তুমি’টাকে…আরও একবার নতুন করে জীবনকে আরও একটু বেশি ভালোবাসতে শেখানোয়... সত্যিই ভীষণ ভালোলাগায়, ভালোবেসে বেঁচে থাকতে বড্ড বেশিই ভালোবাসি!