এইসব বাঁচিয়ে রাখে

ওই হাওয়ার মিছিল।
মনে রঙের ঝিলিক।
কোনও আলতো ছোঁয়ায় মরেছি।
তোর চোখের মায়ায় ডুবেছি।


ওই মিথ্যে নালিশ।
ঝড়ো বাতাস রঙিন।
কোনও রাঙাপায়ে নূপুর দেখেছি।
তোর আলগা সোহাগ মেখেছি।


ওই একলা আকাশ।
মুঠোয় ভরা নীল।
কোনও ব্যস্ত শহরে এসেছি।
তোর আসার খবর পেয়েছি।


ওই দূরের পাহাড়।
চোরাবালির খেয়াল।
কোনও বয়েচলা নদী ছুঁয়েছি।
তোর নামে খুশির ফলক করেছি।


ওই রোদমাখা দিন।
মনে খুশির প্রতীক।
কোনও বাঁচার ইশারায় মেতেছি।
তোর হয়ে হাজার বছর বেঁচেছি।
Content Protection by DMCA.com