আত্ম-সাক্ষাৎ



তার দৃষ্টিতে নিজস্বরূপ স্পষ্ট;
পরিকল্পিত ক্ষমতার মোহে
এ হৃৎযন্ত্র ত্রুটিপূর্ণ।

বিস্মিত এক আত্ম-সাক্ষাতে,
তীব্র আবেগে পূর্ণধ্বংস...
আসন্ন প্রাবল্য।

বাস্তবতার নির্বাক পরিহাসে,
তার অদ্ভুত সুন্দর নেত্রচ্ছদে...
প্রণীত শতাধিক কাব্য।

উপন্যাসের পাতায় জন্ম নিল প্রেম...
তার বিস্তৃত দৃষ্টি এড়িয়ে—
ব্যথিত সংকল্পের রেশ।

গভীর আলিঙ্গনের আড়ালে...
বিকশিত আত্মকরুণার সুর,
তার অধরে বাঁধা আজন্ম সুখ,
নিয়তির পরিহাস পেরিয়ে...
স্থির প্রহরী—সুকৌশলে প্রস্তুত।
Content Protection by DMCA.com