আমি নিশ্চুপ
তোমার জমাট অভিমানে।
প্রণয় ছুঁয়ে যায়...ভুল সে ক্ষণে;
আজও সব ভুলে জাগি
সুরের নির্বাক প্রহরে,
তোমার শহরে...
ছাইরঙা মেঘের আড়ালে।
গভীর ভালোবাসায়
আরোগ্যের পথ নেই—
কেবলই উপভোগ করতে হয়।
তীব্র স্পর্শের
অপেক্ষা করতে নেই—
ও কেবল মৃত্যুসমান পীড়া দেয়।
আত্মিক আলিঙ্গনে...
স্মৃতি পোড়াতে নেই—
অশ্রু সাক্ষ্য দেয়।