অন্তিমইচ্ছে

 
জাদু, তোমাকে বলা হয়নি,
আমার শরীরটা ভীষণ খারাপ করেছে।
অনেক জ্বর, সর্দি। প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে।


ওরা আমাকে কিছুই বলছে না।
আমি যা জানি, তা আমিও ওদের বলছি না।


তোমাকে দেখতে ইচ্ছে করছে খুউব!
এটাই হয়তো তোমার আমার শেষদেখা!
আমার হাতে সময় খুব অল্প! আসবে একটু?


আর কোনও দিন কোনও আবদার করব না,
এটাই আমার শেষআবদার। জাদু, আসবে তুমি?


আসবে না, তাই না? আসো না একটু!
এসে অনেক দূরে দাঁড়িয়ে থেকো…অনেক দূরে!


দুই-একটা মানুষ গ্লাসের ওপার থেকেই আমাকে দেখে…
ওখানে তুমিও থেকো…আমার ব্যাধিটা যে ছোঁয়াচে!
তা-ও তোমাকে একটু দেখি! আসবে, জাদু?


আমি বুঝি, তোমার একটি পরিবার আছে।
ফুটফুটে একটি সন্তান, স্নেহশীল স্বামী, সবাই আছে।
ওদের প্রতি তোমার কিছু দায় আছে, কিছু ভালোবাসা আছে।


আমার কী আছে, বলো? আমার যে শুধু তুমিই আছো!
...এ পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে
আমি শুধু এটাই জানছি, এটাই মানছি।


জানো, আমাকে কেউ দেখতে আসে না!
আজ আমার কোনও বন্ধু নেই, নিজের বলতে কেউই নেই।
এতটা একা হয়ে...বাঁচা হয়তো যায়, তবে মরা যায় না!
জাদু, একবার আসবে তুমি?


আমার এই অন্তিমইচ্ছেটুকু…রাখবে? তোমাকে একবার দেখি?
আসবে একবার? শুধু একবার! শেষবারের মতো!


এখনও আমার কয়েকটি নিঃশ্বাস বাকি…হাতে গোনা যাবে!
ওরা কোনওমতে আটকে আছে শুধুই তোমার প্রতীক্ষায়!


আমি জানি, তুমি আসবে না।
আমাকে ছুঁয়ে নিজে খুন হয়ে যেতে,
পরিবারকে খুন করতে---
তুমি পারো না!


আমার এই ব্যাধির কাছে
পৃথিবীর সমস্ত ভালোবাসা আজ পরাজিত, পর্যুদস্ত!


থাক জাদু, তুমি এসো না।
বাকি নিঃশ্বাসটুকু যখন আমায় ছেড়ে যাবে,
তখন আমি ধরে নেবো,
তুমি এসেছিলে…আমাদের শেষদেখাটা...হয়েছিল!
Content Protection by DMCA.com