অনুভূতি স্পর্শহীন



কোনো এক সন্ধ্যায়,
তোমার শরীর, মন—দুটোই ছুঁয়েছিলাম।
কোথায় আমার বিস্তৃতি প্রকট, বলতে পারো?

তোমার শরীরে আমার জায়গা হলো না,
তোমার ভাবনায় আমার অবাধ বিচরণ বন্ধ।
তোমার প্রতিশ্রুতিবদ্ধ আঙুল
স্পর্শ করার সাধ্য আমার নেই।
তোমার অমূল্য সময়ের ছিটেফোঁটাও
আমার জন্য নয়।

কেন তোমার সুখে চঞ্চল হয়ে ওঠে
আমার বুকের ভেতরটা?

আচ্ছা, আমার জায়গাটা আসলে কোথায়...বলতে পারো?