বৃষ্টি এসেছে!

 মাগো, বাবাকে পাঠাও ফসল ফলাতে, বৃষ্টি এসেছে!
বাবা, কীকরে পাঠাই?
বাবার কত বয়স হয়েছে, দেখিস না তুই? হায়, বৃষ্টি এসেছে!
মাগো, ভাইকে পাঠাও ফসল ফলাতে, বৃষ্টি এসেছে!
বাবা, কীকরে পাঠাই?
ভাইটা তোর কত্ত ছোট, দেখিস না তুই? হায়, বৃষ্টি এসেছে!
মাগো, কাকাকে পাঠাও ফসল ফলাতে, বৃষ্টি এসেছে!
বাবা, কীকরে পাঠাই?
তোর কাকা, দেখ, কেমন অলস, দেখিস না তুই? হায়, বৃষ্টি এসেছে!
Content Protection by DMCA.com