প্রেমে নয়, বন্ধুত্বে




আমরা কখনও প্রেমিক-প্রেমিকা হয়ে উঠতে পারিনি…
তবে, বন্ধু হয়েই ছিলাম এক যুগ!

কখনও, ভালোবাসার মানুষটা হবার...
তীব্র ইচ্ছে জাগেনি, বলছ?

তোমাকে ভালোবাসি বলেই—
তোমার চাওয়াটাকে গুরুত্ব দিয়েছিলাম।
তুমি দূরে সরে গেলেও...
আমি সবটা ঠিকই বুঝেছিলাম।

তুমি ভালো আছ জেনে—
তোমাকে খুঁজে ক্লান্তিটুকু আর বাড়তে দিইনি;
এক ভয়ংকর মনের অসুখে তোমায় বাঁধতে চাইনি।

আমি প্রিয়তমা হতে পারিনি কখন‌ও...
তবে বন্ধু হয়েই ছিলাম।

আমি তোমায় স্পর্শ করিনি কখনও...
কেবল তোমার অনুভূতিগুলো ছুঁয়েই ছিলাম!

ভুল করেও যদি
আমাদের মুহূর্তগুলো আদর করে যাও,
তোমার ভেতরটা জুড়ে যেন...
আমাকেই খুঁজে পাও,
প্রিয় বন্ধু।