নকল সুরে ভাল গান

এক সুর নকল করে ‘অন্য’ সুর হয়। কখনোকখনো নকল সুরটি এতোটাই বিখ্যাত হয়ে যায় যে, মূল সুরটি চলে যায় সবকিছুর আড়ালে। অন্য সুর থেকে হুবহু নকলহওয়া অনেক জনপ্রিয় সুর পুরস্কার পেয়েছে অনেক অনেকবার। জিনিয়াস বা ট্যালেন্টেড সুরকাররা এমন অনেক ‘গানের পুনর্জন্ম’ দিয়েছেন সুরটা কিছুটা বদলে, বা অবিকৃত রেখেই! অনেক অজনপ্রিয় অচেনা গান, যেগুলির খোঁজ কেউ রাখবে না কোনোদিন, সেগুলির সুর আমাদের হৃদয়ে বা ঠোঁটে বেজে যায় অন্য গানের মুখোশে। বিশেষ করে, নানান বিদেশি ভাষার গান থেকে সুরকে তুলে নিয়ে এমন কাজ অনেক নামকরা সুরকারই করেছেন, দারুণ বিখ্যাত হয়েছেন, জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছেন বিভিন্ন সময়ে। এরকম কিছু গান নিয়ে এই লেখাটি। আমি সুর নকল করে সৃষ্টি হওয়া গানটি এবং আসল সুরের গানটি পাশাপাশি দিয়ে দিচ্ছি। আমার এই লেখার পাঠকদের খুঁজে নেয়ার সুবিধার্থে আমি ঠিক সেই শব্দমালাই অবিকৃতভাবে আমার এই লেখায় ব্যবহার করছি, যেটা কপিপেস্ট করে ইউটিউবে খুঁজলেই দুটো গানই পেয়ে যাবেন।

আমার লেখায় ‘কপিড মিউজিক’ বোঝাতে ‘কমি’ আর ‘অরিজিনাল মিউজিক’ বোঝাতে ‘অমি’ ব্যবহার করলাম।

ভারতের অন্যতম সেরা সংগীত পরিচালক প্রীতম। উনার অনেক ‘হিট গান’ আছে, যেগুলি আমাদের অসংখ্যবার শোনা হয়। আমাদের মাথায় আসেই না, গানগুলির সুর খুব কৌশলে ‘চুরি করা।’ অবশ্য আনু মালিক এই ব্যাপারটাকে বলেন, ‘অন্য গানের অনুপ্রেরণায় গানে সুর করা’। তবে, অনুপ্রাণিত হয়ে নিজে সৃষ্টি করা আর অন্যের সৃষ্টিকে নিজের সৃষ্টি বলে চালিয়ে দেয়া, সহজ বাংলায়, চুরি করার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে!

দেখা যাক, প্রীতমের কিছু ‘অমর চুরি’:

এক। কমি…..Aashiyan – Barfi! অমি…..Herb Alpert’s Tijuana Brass – Salud, Amor Y Dinero

দুই। কমি…..Lamha Lamha – Gangster অমি…..Kal Shab Dekah Mein Nay Jarokay – Waris Baig

তিন। কমি…..Tu Hi Meri Shab Hai – Gangsterঅমি…..Sacral Nirvana – Oliver Shanti & Friends

চার। কমি…..Ya Ali” – Gangster অমি…..Ya Ghali” – Guitara (ইয়ে মানে, আর কিছু না হোক, প্রীতম দাদা অন্তত গানের টাইটেলটা বদলে তো অন্যকিছু রাখতে পারতেন!)

পাঁচ। কমি…..Dhoom Machale – Dhoom অমি….. Mario Takes a Walk – Jesse Cook(মিউজিকের শুরুটা এখান থেকে কপি করা) Enta Ma Oltesh Leih – Amr Diab (বাকিটা এখান থেকে)

ছয়। কমি…..Haan Tu Hai – Jannat অমি….. Ana Ayesh – Amr Diab

সাত। কমি…..Bheegi Bheegi – Gangster অমি…..Mohiner Ghoraguli -Prithibita Naki Choto Hote Hote

আট। কমি…..Jaane Kya Chahe Mann – Pyaar Ke Side Effectsঅমি…..Mahi – Hadiqa Kiyani

নয়। কমি…..Jaane Kaise – Raqeeb অমি…..Allem Alby – Amr Diab

দশ। কমি…..Kya Mujhe Pyaar Hai – Woh Lamhe অমি…..Tak Bisakah – Peterpan (Peterpanব্যান্ডটা ইন্দোনেশিয়ান। আমরা কয়জনই বা ওদের গান শুনি? ওদের গান থেকে চুরি করলে ধরে ফেলে, এমন সাধ্য কার?)

এগারো। কমি….. Zara Zara Touch Me – Race অমি….. Zhu Lin Shen Chu – Leehom Wang

বারো। কমি….. Pehli Nazar Mein – Race অমি….. Sarang Hae Yo – Kim Hyung Sup

তেরো। কমি….. Badtameez Dil – Yeh Jawaani Hai Deewani অমি….. Ranjana Ami Aar Asbo Na – Anjan Dutt

চৌদ্দ। কমি….. Hare Krishna Hare Ram – Bhool Bhulaiya অমি….. My Lecon – JTL

পনেরো। কমি…… Yeh Ishq Hai – Jab We Met অমি….. Etra Una Femme – Anggun

ষোলো। কমি….. Halka Halka – Chocolate অমি….. Breeze from Saintes Maries – Jesse Cook (কুক সাহেবকে হয়তো প্রীতমদা ভীষণ পছন্দ করেন!)

সতেরো। কমি….. Bheega Bheega Sa – Chocolate অমি….. December – Abrar Ul Haq (দাদা একেবারে লিরিক সহ ‘মেরে দিয়েছেন’!)

আঠারো। কমি….. Zehreeli Raatein – Chocolate অমি….. Aadat – Atif Aslam (শ্রোতাদের মধ্যে অরিজিনাল গানটাই বেশি পপুলার!)

উনিশ। কমি….. Shikdum – Dhoom অমি….. Sikidum – Tarkan (নামটা ধরে খুঁজে যদি কেউ ধরে ফেলে! এটা মাথায় এলো না?)

বিশ। কমি….. Ada – Garam Masala অমি….. Ana – Amr Diab (আবার Amr Diab!)

একুশ। কমি….. In Dino – Life in a Metro অমি….. Mere Naam Hai Mohabbat – Waqar Ali (In Dino আমার খুব পছন্দের একটা গান। ইয়ে মানে, অরিজিনালটাও পরে শুনে পছন্দ হয়ে গেছে!)

বাইশ। কমি….. Baatein Kuch Ankahee Si – Life in a Metro অমি….. OST Sam Soon- Ah Reum da oon sa ram (Kim Sam Soon-কে অনেক ধন্যবাদ। উনার জন্যই অমন দারুণ একটা হিন্দি গান পেলাম!)

একটা কথা। প্রীতম কিন্তু ওপরের অরিজিনাল গানগুলির বেশ কয়েকটির সত্ত্ব কিনে নিয়েছেন। মানে, অন্যের সুর নিজের গানে ব্যবহার করেছেন আইনি প্রক্রিয়াতেই।

চলুন এখন ঘুরে আসা যাক বলিউড মিউজিকের প্ল্যাজিয়ারিজম-গুরু আনু মালিকের ঘর থেকে। সুর নকল করার ক্ষেত্রে প্রীতমের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী হলেন আনু মালিক। আনু মালিক না থাকলে, প্রীতমকেই আমরা বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে প্ল্যাজিয়ারিজমের ক্ষেত্রে অনায়াসেই গুরুদেবের আসনে বসিয়ে দিতে পারতাম! ইয়ে মানে, আনু মালিক একবার অভিযোগ করেছিলেন, প্রীতম নাকি উনার কোন একটা গান থেকে সুর কপি করে গেয়েছেন! যা-ই হোক, আনু মালিকের কিছু বিখ্যাত গানের সুর কোথা থেকে ভেসে এসেছে, দেখে নেয়া যাক।

এক। কমি…..Kaho Na Kaho – Murder অমি…..Tamaly Maak – Amr Diab (আহা! Amr Diab বেচারাকে বলিউড অ্যাত্তো পছন্দ করে ফেললো!)

দুই। কমি…..Neend Churayee Meri – Ishq অমি…..Sending All My Love – Linear (পাঠকরা অরিজিনাল গানটা একটু শুনে দেখবেন নাকি? দারুণ মিউজিক! শুনলে সত্যিই নাচতে ইচ্ছে করে!)

তিন। কমি…..Raja Ko Rani Se – Akele Hum Akele Tum অমি…..The Love Theme – Godfather – Nino Rota (নকল আর আসল—দুটোই বিখ্যাত! আনু মালিককে ধন্যবাদ! হাহাহা…….)

চার। কমি…..Dil Mera Churaya Kyon – Akele Hum Akele Tum অমি…..Last Christmas – Wham! (আনু মালিকের সাহস দেখে অবাক হয়ে যাই! ইংরেজি গানটা কিন্তু অনেক বিখ্যাত!)

পাঁচ। কমি…..Aisa Milan Kal Ho Na Ho – Hameshaa অমি…..The Phantom of the Opera – Andrew Lloyd Webber

ছয়। একই গানের থেকে দুইবার কপি করার রেকর্ড আনু মালিক ছাড়া আর কারো থাকার কথা নয়। বিশ্বাস না হলে চেক করে দেখতে পারেন! কমি…..Dil Le Le Lena – Auzaar কমি…..Dil Maka Dina – Dhaal অমি…..Macarena – Los Del Rio

সাত। কমি…..Aisa Zakhm Diya Hai – Akele Hum Akele Tum অমি…..Child In Time – Deep Purple (অরিজিনাল মিউজিকটা শুনে দেখুন! ভীষণ কিউট! ইয়ে মানে, Akele Hum Akele Tum গানের সুরের চাইতে কোনো অংশেই কম নয়!)

আট। কমি….. Bheegey Hont Tere – Murder অমি….. Menu Tere Naal – Najam Sheraz (অরিজিনাল গানটার মধ্যে কী একটা জানি আছে! শরীরটা জাগিয়ে তোলে যেন!)

নয়। কমি….. Jaane Jaana – Murder অমি….. Firiye Dao – Miles (মাইলস্‌কে কপি করে জনপ্রিয়তা বাড়ানোর ক্ষুদ্র চেষ্টা মাত্র!)

দশ। কমি….. Tu Waaqif Nahin – Khiladiyon Ka Khiladi অমি….. Fernando – ABBA

এগারো। কমি….. Yeh Kaali Kaali Ankhen – Baazigar অমি….. Because of You – The Cover Girls (এই গানের শুরুর অংশটা থেকে একেবারে নিখুঁতভাবে কপি করা হয়েছে।) অমি…..The Man who plays the Mandolino – Dean Martin (গানটা শুনলেই বুঝবেন আনু মালিক গানটা শোনার পর উনার গানটাতে ‘সুর দিয়েছেন’।)

বারো। কমি….. Is Tarah Aashiqui Ka – Imtihaan অমি….. Autumn Leaves – Nat King Cole (ইয়ে মানে, বলছিলাম কী, অরিজিনাল গানটা তো ১৯৫৭ সালের, তাই বলা যায়, বলিউডের ‘সুরভ্রষ্টা’দের মধ্যে সবচাইতে পুরনো গান থেকে সুর চুরি করার রেকর্ডটি এখনো পর্যন্ত আনু মালিকের!)

তেরো। কমি….. Jaane Mujhe Kya Hua (Baazi) অমি….. Fur Elise (Beethoven) (বাদ যাবেন না বিটোফেনও!)

চৌদ্দ। কমি….. Paagalpan Chha Gaya (Jaanam) অমি…. And I Love Her (Beatles) (দুটো গানই শুনে দেখুন। আনু মালিক কত চমৎকারভাবে অরিজিনাল মিউজিক্তাতে ফিউশন করেছেন, খেয়াল করুন! মজার না?)

পনেরো। কমি….. Teri Chaahat Ke Siva (Jaanam) কমি….. Taarein Hain Baaraati (Virasat) অমি….. Simon & Garfunkel : El Condor Pasa (1970) (El Condor Pasa আমার শোনা সবচাইতে অপূর্ব কয়েকটি সুরের একটি। আগ্রহীরা মূল মিউজিকটা শোনার পাশাপাশি Leo Rojas এর বাঁশিতেও কিছু সময়ের জন্য হারিয়ে গিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, সুরটা আপনাকে নিরাশ করবে না। আরেকটা রিকমেন্ডেশন দেয়ার লোভ সামলাতে পারছি না। এর সাথে Simon & Garfunkel এর The Sound of Silence শুনে দেখবেন। সত্যিই মুগ্ধ হয়ে যাবেন! El Condor Pasa যুগে যুগে সুরপ্রেমীদের আনন্দ দিয়ে আসছে। আনু মালিক তো সুরবোদ্ধা। উনি এমন একটা সুরকে উনার গানে গ্রহণ করবেন না, এটা ভাবাটাও বাতুলতা। উনি স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন, একটা গানে নয়, দুটো গানে!)

ষোলো। কমি….. Sun Sun Sun Barsaat Ki Dhun (Sir) অমি….. Jose Feliciano – Rain (Rainগানটি বৃষ্টি নিয়ে সবচাইতে সুন্দর গানগুলির একটি। আনু মালিকের রুচি খুবই উন্নতমানের, স্বীকার করতেই হবে।)

সতেরো। কমি….. Ek Sharaarat Hone Ko Hai (Duplicate) অমি…..Slip And Slide (Laura Allen) (Duplicateমুভির Ladna Jhagadna গানটির সুর A-Tisket A-Tasket (Children’s song) থেকে হুবহু কপি করলেও আনু মালিক Ek Sharaarat Hone Ko Hai গানের শুধু la lai laiঅংশটি A-Tisket A-Tasket গানের একই অংশ শুনে অনুপ্রাণিত হয়েছেন বলে ধরে নেয়া যায়!)

আঠারো। কমি….. Love Hua (Jaanam Samjha Karo) অমি….. Brotherhood Of Man – Angelo (কহিলো মালিক, নকল আসল জানিয়া নকলেরে ভালোবাসিলাম।)

উনিশ। কমি….. Yeh kaali kaali aankhen [Film: Baazigar] অমি….. Dean Martin – The Man Who Plays the Mandolino (Dean Martin এর সুর শুধু আনু মালিকই কপি করেননি, করেছেন Snehal Bhatkar। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত Chhabili মুভির Lahron pe lahar গানটি শুনে দেখুন হেমন্তের কণ্ঠে। হুবহু কপিপেস্ট সুর!)

বিশ। কমি….. Hai mera dil [Film: Josh]অমি….. Gipsy Kings – Djobi Djoba (শুরুটা এখান থেকে নেয়া) অমি….. Brian Hyland – Sealed with a Kiss (মাঝের অনেকটা অংশের সুর এখানে পাবেন!)

একুশ। কমি…..Title song [Film: Soldier] অমি….. Modern Talking – Cheri Cheri Lady (মডার্ন টকিং-এর খুবই বিখ্যাত একটা গান এটা! আনু মালিকের সাহস আছে বলতে হয়!)

বাইশ। Agar tum mil jao (Zeher) শুনেছেন তো? তাহলে এবার শুনুন, Agar Tum Mil Jao – Tassawar Khanum। কী মনে হচ্ছে?

তেইশ। কমি….. Dil ko hazaar baar [Film: Murder (2004) অমি….. Mazal Tov! – The Jewish Wedding Song

এই দলে আরো কিছু মিউজিক ডিরেক্টর আছেন। তাদের ‘সৃষ্টি’গুলিও এক নজরে দেখে নিই।

এক। কমি….. Haan Haan Yeh Pyaar Hai (Dillagi) অমি….. Can’t Take My Eyes off You – Frankie Valli and The 4 Seasons (সুরে একটুও এদিকওদিক নেই! এই দলে যতীন-ললিতও!)

দুই। কমি….. Tumne Jo Kaha (Laawaris) অমি….. Barbie Girl (Aqua) (এমন পপুলার গান থেকে কেউ কপি করে! অবশ্য, রাজেশ রোশান ব্যাপারটা স্বীকার করেছিলেন কিনা, আমার জানা নেই।)

তিন। কমি….. Koi Nahin Tere Jaisa (Keemat) অমি….. Cotton Eye Joe (Rednex) (Rajeshji strikes (please read, copies) again!)

চার। কমি….. Tumhe Kaise Main Bataoon (Dastak) অমি….. The Windmills Of Your Mind (The Thomas Crown Affair) (একই সাইড নোট বারবার দিতে ভাল্লাগে না!)

পাঁচ। কমি….. Rajkumar – Payal Meri Jadu Jagati Hai অমি…… Faith (George Michael) (লক্ষ্মীকান্ত-পেয়ারিলাল, আপনারা সুরটা কপি করে খারাপ করেননি!)

ছয়। কমি…..Na Tum Bolo (Dhoondte Reh Jaaoge) অমি….. A Whole New World (Aladdin) (দুটো মিউজিকই শুনলে মনে হয়, যতীন-ললিত মূল সুরটাতে আরো সুরেলা করে দিয়েছেন!)

সাত। কমি…..Jab Koi Baat Bigad Jaaye (Jurm) অমি…..Five Hundred Miles (Peter, Paul, & Mary) (অতো বিখ্যাত গানের সুর থেকে চুরি করাটা কিন্তু বোকামি, তবে হিন্দি গানটা আমার এতোটাই পছন্দ যে, এ বোকামিটার জন্য আমি রাজেশ রোশানের উপর একটুও রাগ করিনি!)

আট। কমি…..Itna Na Mujhse Tu Pyar Badha(Chhaya) অমি…..Symphony No. 40 (Mozart) (সলিল চৌধুরী মোজার্টের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে খুব ভাল করেছেন। না নিলে আমরা এমন একটা হৃদয়ছোঁয়া হিন্দি গান পেতাম কোথায়?)

নয়। কমি…… Tum Kya Jaano (Aashiq) অমি…..Theme from The Godfather (যে কেউই খুব সহজেই ধরে ফেলতে পারবেন, সঞ্জীব-দর্শন গডফাদার মুভির থিমসং থেকে সুর নিয়েছেন। তবে, পরিবর্তিত কাজের মানটা নিঃসন্দেহে ভাল!)

দশ। কমি…..Suno Zara (Bada Din) অমি…..You Needed Me (Anne Murray) (যতীন-ললিতের কপি করার স্টাইলটা দারুণ! একেবারে শুরু থেকে শেষ অবধি মূল সুরের প্রতি অনুগত থাকেন, বিশ্বস্ততা দেখান!)

এগারো। কমি…..Yeh Raaste Hain Pyaar Ke (Old) অমি…..The Breeze And I (Al Stillman and Ernesto Lecuona) (সেই ১৯৬৩ সালে আশা ভোঁসলে কি ভাবতে পেরেছিলেন যা সুরটাকে সংগীত পরিচালক Ravi-র বলে ধরে নিয়ে গাইছিলেন, সে সুর আসলে অন্য কারো?)

বারো। কমি……Ae Dil Hai Mushkil (C.I.D.) অমি…..Oh My Darling Clementine (O.P. Nayyar সাহেব ১৯৫৬ সালে কপি করেছিলেন ১৯৪৬ সালের মুভি থেকে। কপির ধরণটা খেয়াল করলে মজাই লাগে!)

তেরো। কমি…..Chim Chimni (Ghoonghat) অমি…..Chim Chimney (Mary Poppins) (Anand Raaj Anand মূল সুরটাতে এমন করে ধর্ষণ না করলেও পারতেন! Mary Poppinsএর মতো অসাধারণ একজন শিশুতোষ গায়িকাকে নকল করা অতো সহজ নয় বলেই তো মনে হয়!)

চৌদ্দ। কমি….. Mere Rang Mein (Maine Pyar Kiya) অমি….. The Final Countdown (Europe) (দুটোই আমার প্রিয়। রাম-লক্ষ্মণকে ধন্যবাদ, কপি করার জন্য।)

পনেরো। কমি….. Aate Jaate (Maine Pyar Kiya) অমি….. I Just Called To Say I Love You (Stevie Wonder)(রাম-লক্ষ্মণ নিশ্চয়ই আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, দুনিয়ার কিছু মাস্টারপিস গানের মিউজিককে Maine Pyar Kiya মুভিতে নিয়ে নেবেন দ্বিতীয়বার চিন্তাভাবনা না করেই! দারুণ!)

ষোলো। কমি….. Khullam Khulla Pyaar Karen (Khullam Khulla Pyaar Karen) অমি….. Bailamos (Enrique Iglesias) (Anand-Milind পারলেন না, Bailamos এর সুরে Bailamos এর মতো বিখ্যাত আরেকটা গানের জন্ম দিতে।)

সতেরো। কমি….. Chura Liya Hai Tumne (Yaadon Ki Baraat) অমি….. If It’s Tuesday This Must Be Belgium (Walter Scharf) (শ্রদ্ধেয় পাঠক, আরডি বর্মণের গান নিয়ে কথা বলার অপরাধে আমার উপর চড়াও হওয়ার আগে দয়া করে অরিজিনাল মিউজিকটা একবার হলেও শুনে দেখুন। ওই গানের সৌন্দর্যও কিছুমাত্র কম নয়, বিশ্বাস করুন!)

আঠারো। কমি….. Jeena Pyaar Se Jeena (Yeh Tera Ghar Yeh Mera Ghar)অমি….. Nina Pretty Ballerina (ABBA) (কোনো চেঞ্জটেঞ্জ করার বালাই নেই, Anand-Milind সুরটা একেবারে সরাসরিই কপি করেছেন! বলিউডের অনেকেই দেখা যাচ্ছে আব্বা(ABBA)বাদী হয়ে বসে আছেন!)

উনিশ। কমি….. Mujhe Neend Na Aaye (Dil) অমি….. Chunni Ud Ud Jaaye (Alaap – UK band) (Alaap ব্যান্ডের প্রতিষ্ঠাতা, পরিচালক, প্রযোজক, প্রধান গায়ক Channi Singh-কে পশ্চিমা বিশ্বে বলা হয় ভাঙরা সংগীতের গডফাদার। উনার Chunni Ud Ud Jaaye গানটা যুক্তরাজ্যে খুবই জনপ্রিয়। সে গানের সুরটাকেই দারুণভাবে নিয়ে নিয়েছেন বলিউড মিউজিক লিজেন্ড Anand-Milindকোনো অনুমতি ছাড়াই!)

বিশ। কমি….. Koi Yahan Naache Naache (Disco Dancer) অমি….. Video Killed The Radio Star (The Buggles) (বাপ্পি লাহিড়ী বিশ্ববিখ্যাত Video Killed The Radio Star গানটির একটা অংশ দিয়ে উনার জনপ্রিয় গানটা সৃষ্টি করে ফেলেছেন!)

একুশ। কমি….. Day By Day (Godspell) অমি….. Day By Day (Godspell) (আবারো যতীন-ললিত!)

বাইশ। কমি….. Jaana Suno Hum (Khamoshi) অমি….. Bring The Wine (Paul Anka) (খুব যত্ন নিয়ে কাজটি করেছেন যতীন-ললিত। দুটো গান শুনে দেখুন। একেবারে নিখুঁত কপি। কোনো ভুল পাবেন না!)

তেইশ। কমি…..Koi Mil Gaya (Kuch Kuch Hota Hai) অমি…..Take That Look Off Your Face (Song And Dance) (অন্য সুরের অংশ নিজের করে নিয়ে নেয়ার খেলায়ও পিছিয়ে নেই যতীন-ললিত।)

চব্বিশ। কমি…..Yunhi Kat Jaayega (Hum Hain Rahi Pyar Ke) অমি…..Lovely Lady Of Arcadia (Demis Roussos) (এলেন মশাইরা—নাদিম-শ্রাবণ!)

পঁচিশ। কমি…..O Mere Sapnon Ka (Dil Hai Ke Manta Nahin) অমি…..Bachelor Boy (Cliff Richard) (চলছে চলবে……তবে হ্যাঁ, হিন্দি গানটা শুনতে বেশ লাগে।)

ছাব্বিশ। কমি…..Pehli Baar Mile Hain (Saajan) অমি……Solitude Standing (Suzanne Vega) (Saajan মুভির গানটা তো আমরা অসংখ্যবার শুনেছি। অরিজিনাল মিউজিকটা একটু সাবধানে মন দিয়ে শুনে দেখুন না। নাদিম-শ্রাবণের কাজের সূক্ষ্মতা খেয়াল করে মজা পাবেন!)

সাতাশ। কমি…..Laaoon Kahan Se (Jaane Jigar) অমি….Hotel California (Eagles) (এ কী করলেন Rajesh Roshan! দেখুন ভিডিওসহ!)

এক মহান গ্রিক সুরস্রষ্টার কথা বলছি। উনার নাম Evangelos Odysseas Papathanassiou, সবাই চেনেন Vangelis নামে। বিশ্ববিখ্যাত অনেক মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্মদাতা এই Vangelis। Chariots of Fire মুভিতে কাজ করার স্বীকৃতস্বরূপ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছিলেন। সুপারহিরো ঋত্বিক রোশানের ছোট কাকু রাজেশ রোশান হিন্দি সিনেমার অত্যন্ত সফল একজন সুরকার। উনার সুরের কাজগুলি খেয়াল করলে দেখা যায়, অনেক সিনেমায় উনি কোনো ধরনের কৃতজ্ঞতাপ্রকাশ বা ধন্যবাদজ্ঞাপন ছাড়াই গ্রিক সুরের গুরু Vangelis এর সুর কপি করে গেছেন বেশ সাবলীলভাবেই, ব্যবহার করেছেন উনার বিভিন্ন কাজের থিমে। ঋত্বিকের প্রথম মুভি Kaho Naa Pyaar Hai দিয়েই শুরু করছি:

আটাশ। কমি…..Chaand Sitaare (Kaho Naa Pyaar Hai) অমি…..Voices (Vangelis) (আমার অনুরোধ থাকবে, Voices পুরোটা শুনবেন। অবাক হয়ে যাবেন!)

উনত্রিশ। কমি…..Badan Judaa Hote (Koyla) অমি…..Conquest Of Paradise (Vangelis) (অরিজিনাল মিউজিকের শুরুটা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় না? আমরা কয়জনই বা জানি, এটার কথা? আমি ভেবে পাই না, মানুষ কেন ক্রেডিট দিতে শেখেনি প্রকৃত স্রষ্টাকে!)

চল্লিশ। কমি…..Humko Pyaar Hai (Moksha) অমি….. Messages (Vangelis) (ভাগ্যিস, Vangelis মহোদয় রোশান সাহেবকে চেনেন না!)

একচল্লিশ। কমি…..Tirchi Topiwaale (Tridev) অমি…..The Rhythm Is Gonna Get You (Miami Sound Machine) (বিজু শাহ্‌, ওয়ে ওয়ে…..নাহ্‌ নাহ্‌!)

বিয়াল্লিশ। কমি…..Gupt Gupt (Gupt) অমি…..Deep Forest (Deep Forest) (মিস্টার শাহ্‌! বাহ্‌ বাহ্‌!!)

তেতাল্লিশ। কমি…..Babuji Dheere Chalna (Aar Paar) অমি…..Perhaps Perhaps Perhaps(Doris Day) (O.P. Nayyar, আমি জানি, আপনার এই গানটির ভক্ত অসংখ্য। আমি নিজেও এই গানটার ফ্যান! কিন্তু, “সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম”)

চুয়াল্লিশ। কমি…..Mehbooba Mehbooba (Sholay) অমি…..Say You Love Me (Demis Roussos) (সবাই তো নিচ্ছে, আরডি বর্মণ নিলে দোষটা কোথায়? সুর তো সুরই, তাই না? সিনেমার নামটা ‘শোলে’ বলেই কি সব সুর সুরকারের নিজস্ব হতে হবে নাকি? এমন কথা কোন আইনে লেখা আছে?)

পঁয়তাল্লিশ। কমি…..Tumse Milke (Parinda) অমি…..When I Need You (Leo Sayer) (হ্যাঁ, আরডি বর্মণই! অতো অবাক হওয়ার কী আছে? মুভিটা Parinda বলেই কি সাতখুন মাফ হয়ে যাবে নাকি? হাহাহা…….জাস্ট কিডিং!)

ছেচল্লিশ। কমি….. Tera Mujhse Hai Pehle (Aa Gale Lag Jaa) অমি….. The Yellow Rose Of Texas (Elvis Presley) (বর্মণ মহোদয়ের এই কাজটি এল্‌ভিস্‌ প্রিস্‌লির সাথে মিলিয়ে মজাই পেয়েছি!)

সাতচল্লিশ। কমি…… Tinak Tin Taana (Mann) অমি….. Yang Sedang-Sedang Saja (Iwan – Malaysian)(সঞ্জীব-দর্শন তো ঠিকই করেছেন! মালয়েশিয়ান মিউজিক আবার কেউ শোনে নাকি? এই কপি করার সুবাদে এই চমৎকার মিউজিকটার সাথে পরিচিত হতে পারলাম। আমাদেরই তো লাভ!)

আটচল্লিশ। কমি….. Na Bole Tum Na Maine (Baaton Baaton Mein) অমি….. When Johnny Comes Marching Home (Patrick Sarsfield Gilmore) (রাকেশ চাচ্চু আমেরিকার গৃহযুদ্ধের গান থেকে রোমান্টিক গানে সুর সেধেছেন, নিন্দুকেরা বলবে, কপি করেছেন। বলুক গিয়ে! আমরা যুদ্ধের মধ্যে প্রেমের বীজ আরো দেখতে চাই! এগিয়ে এসো রাকেশ চাচ্চুরা!)

উনপঞ্চাশ। কমি ….. Khambe jaise [Film: Dil] অমি….. Blue Suede Shoes – Carl Perkins (Anand Milind)

পঞ্চাশ। কমি….. Akele Hain [Film: Qayamat Se Qayamat Tak (1988)] অমি….. The Shadows – Return To The Alamo (Anand Milind একটু না বদলে কপি করা হয়েছে!)

একান্ন। কমি….. Bin tere kuch [Film: Jaan se pyaara (1992)] অমি… Endendu Ninnanu – Eradu Kanasu – Kannada Classic Rajkumar (Anand Milind হুবহু সুরটা চুরি করেছেন কানাড়া ভাষার গান Endendu ninnanu থেকে। অরিজিনালটা ভারতের কর্ণাটক রাজ্যের বিখ্যাত কম্পোজার Rajan Nagendra-এর সৃষ্টি, যা পরবর্তীতে ১৯৭৪ সালে রাজকুমার অভিনীত ক্লাসিক মুভি Eradu Kanasu’তে ব্যবহার করা হয়েছিল।)

সুর নিজের হোক, কিংবা অন্য কোথাও হতে ধারকরা হোক, উপরের প্রত্যেকটা গানই আমাদের প্রাণের সাথে খুব নিবিড়ভাবে মিশে আছে। সুরগুলি আমাদের এতটাই আপন যে, সেগুলি মাথায় এলে আমাদের মনের চোখে আপনাআপনিই সেই গানের দৃশ্য ভেসে ওঠে। এখানেই স্রষ্টার সার্থকতা। সে স্রষ্টা প্রথম কিংবা দ্বিতীয় (কখনোবা তৃতীয়ও), যেমনই হোন না কেন! বিষাদ কিংবা আনন্দের সময় আমাদের পাশে বন্ধুর মতো থাকার জন্য সেইসব মহান সুরস্রষ্টাদের কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। স্রষ্টা মাত্রই তো ঈশ্বরতুল্য, অতএব………তবুও ভালোবাসার। যে সুর ভালোবাসি, তা আসল নয়, এটা মেনে নিতে কষ্ট হয়; তবু কী করা যাবে, সে সুরকে ভালো তো বেসেই ফেলেছি! এতে মনে কেমন খচখচ করে, কিন্তু সুরের নৌকোয় ভাসতে কোনো সমস্যা হয় না। সুর আসল কি নকল, সেটা বড়ো কথা নয়, সুরটা আমাদের প্রাণে বাজে, এটাই বড়ো কথা।

লেখাটি শেষ করছি কিছু মজার তথ্য দিয়ে। পড়ুন, ভাল লাগার কথা।

O’Neil Bryan-কে অনেকেই চেনেন Elephant Man নামে। জ্যামাইকার অনেক জনপ্রিয় নাচের স্রষ্টা উনি। ইউএস এবং ইউকে বিলবোর্ডে তার নাম এসেছে বেশ কয়েকবার। উনার সবচাইতে পপুলার গানগুলির বেশিরভাগই অন্য কারো অন্য গানের সুরে করা, একেবারে হুবহু! ষাটের দশকের জনপ্রিয় গায়ক John Fogerty-কে কোর্ট অর্থদণ্ডে দণ্ডিত করেছিলেন, কারণ উনার The Old Man Down the Road (১৯৮৪) শিরোনামের বিখ্যাত গানটির সুর উনি কপি করেছিলেন Run Through the Jungle (১৯৭০) গানের সুর থেকে। George Harrison এর বিরুদ্ধে ১৯৭০ সালে ৫,৮৭,০০০ ডলারের মামলা ঠুকে দেয়া হয় কারণ উনার My Sweet Lord (১৯৭০) গানটির সুর নেয়া হয়েছিল The Chiffons ব্যান্ডের He’s so Fine (১৯৬৩) গানের সুর থেকে কোনো অনুমতি ছাড়াই। পরবর্তীতে অবশ্য, কোর্টে উনি benefit of the doubt পেয়ে বেঁচে যান। Eric Carmen এর বিখ্যাত গান All By Myself (১৯৭৫) এর সুরটা পাবেন Piano Concerto No 2 in C Minor (১৯০০) এ এবং উনারই আরেক বিখ্যাত গান Never Gonna Fall in Love Again(১৯৭৬) গানের সুরটা ছিল Symphony No. 2 Op 27 in E Minor(১৮৯৩) ইন্সট্রুমেন্টালের সুরে। অরিজিনাল সুর দুটোই মহান রাশান সুরস্রষ্টাSergei Vasilievich Rachmaninoff এর সৃষ্টি।

Content Protection by DMCA.com