সবটা জেনেই কেউ কাছে এসেছিল।
প্রত্যাশাহীন প্রতিশ্রুতিতে করেছিলাম স্পর্শ।
সব কিছু জানা হয়ে গেলেও…
জানাশোনার হয় কি শেষ?
কিছু অতীত যদি অজানায় থেকে যেত—
হতো কি খুব মন্দ?
তোমাকে তোমার মতন করে
গ্রহণ করতে পারছে না বর্তমান…
তাই বুঝি এ সময় ফুরোল?
তোমাকে বিদায় দিতেই…
চোখদুটো ঝাপসা হয়ে এল।