তুমি আমার

 
তুমি আমার কপালজুড়ে ছোট্ট একটা টিপ,
ভালোবেসে তোমার জন্যে জ্বালি মঙ্গলদীপ।


তুমি আমার রোজআকাশে শুভ্রমেঘের ভেলা,
আমার গানের সাতটা সুরে স্বরলিপির খেলা।


তুমি আমার বিকেলশেষের ঘ্রাণ, মাতাল-হাসনাহেনা,
ভালো তো বাসি, কাছেআসার থাকল কী আর মানা?


তুমি আমার দিনযাপনে লেপটেথাকা সুর,
প্রতিশ্বাসেই তোমায় ভেবে ক্লান্তি করি দূর।


তুমি আমার ছোট্টবেলার মেলায়-কেনা পাখি,
তোমার আমার ছায়ার ঘরে কান্না থাকুক বাকি।


তুমি আমার...ঘুমভাঙানোর কড়া-লিকার চা,
পুরো একটা ভাবনাদেয়াল, চিরকুটে লিখি যা।


তুমি আমার...সাগরতীরে মুক্তোফোটা ঝিনুক,
দিঘির ধারে দূরের বাঁশি, মুঠোয় মুঠোয় সুখ।


তুমি আমার রৌদ্র ফুঁড়ে চমকে-ওঠার ঝড়,
তবু তুমিই আমার স্বর, নিজের একটা ঘর।


তুমি আমার শিশিরফাঁদে আটকে-থাকা আলো,
চাওয়া একটাই---ঈশ্বর তোমায় রাখুক ভালো।
Content Protection by DMCA.com