জাদুর কাঠি ছোঁয় না বলে

 
একতরফা ভালোবাসার একটা দারুণ দিক আছে। সেটা কী, জানো?
বাস্তবে কারও সাথে অভিমান করা যায় না।


অভিমানটা নিজের ভেতরে মনের ক্যানভাসে আঁকা
ওই মানুষটার প্রতিকৃতির সাথে করতে হয়,
যাকে বুকে জড়িয়ে ধরে, ভীষণ চেপে মিশিয়ে ফেলতে ইচ্ছে করলেও
হাতদুটো, হয় নিজেরাই নিজেদের জড়িয়ে রাখে, নয় কোনও কিছুকে।


সুখে কিংবা দুঃখে এটা ওটা দিয়ে কাজ চললেও,
দুঃখবোধ যখন সহনীয়তার সীমা ছাড়িয়ে যায়,
মারমুখো হয়ে ওঠে আর দ্বন্দ্বে নেমে পড়ে, তখন
মন আর মানতে চায় না…নিজের কিংবা অন্য কিছুর আলিঙ্গন।


তখন বারবার মনে হয়, আমি কী করব?
আমি সত্যিই বুঝতে পারি না, তখন কী করতে হয়!


একটিবার এসে আমাকে জড়িয়ে ধরবে?
আমার যে আর কিছুই ভালো লাগছে না…
কষ্টে কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে,
আমার মধ্যে একধরনের ভ্রম তার রাজ্য তৈরি করছে,
ব্যথায় আমার মাথা ফেটে যাচ্ছে,
আমার মায়ের আদরটুকুও অসহ্য লাগছে…


এমন সময়, তোমার বুকে আশ্রয় নিতে হয়,
বলো, আমি আর কোথায় যাব?
আমার যাবার আর কোনও জায়গা নেই…


এখন বুঝি, মানুষ কেন আত্মঘাতী হয়।
আমি এখন যেমন আছি, তেমন থাকলে
নিজেকে শেষ করে দেবার ভাবনা তো আসবেই!


আজ কী একটা অদ্ভুত ব্যাপার ঘটল…
তুমি আমায় জিজ্ঞেস করলে,
আমি কেমন আছি, ঠিকমতো খাচ্ছি কি না, সুস্থ আছি কি না…


এইসব প্রশ্নের যা উত্তর হয়, তার শুরু থেকে শেষ অবধি যদি দেখ,
তবে দেখবে, আমি যেমন আছি, যেভাবে বেঁচে আছি, তার সবটাই
কেবল তোমাকে নিয়েই আছি।


তোমাকে ভাবছি, তোমাকে বকছি, তোমাকে আদর করছি…
হঠাৎ, কাঁদছি অনবরত…কখনও তোমাকে ডাকছি,
আমার স্রষ্টাকে ডাকছি…তুমি কেন আসছ না…তুমি কেন আসছ না…
তুমি কি জানো, তুমি এক অদ্ভুত জাদুর কাঠি?
Content Protection by DMCA.com