ক্ষরণসম্ভবা হৃদয়তালুক থেকে

 
যারা একতরফা ভালোবাসে, তারা খুব বোকা ধরনের হয়।
এই যেমন আমার কথাই ধরো।
আমি জানি, আমি কিংবা আমার ভালোবাসা, কোনওটাই তোমার দরকার নেই।
তার পরও কেমন নির্লজ্জের মতো করছি, তাই না?


হ্যাঁ, আমি জানিই তো, এটা ঠিক নয়।
…সত্যিই এটা ঠিক নয়!
একটু সময় লাগবে…শুধু একটু সময়!
সব সামলে নেব ঠিকই,
আর জ্বালাব না তোমাকে…
‘না জ্বালালে তোমার আপত্তি আছে?’
‘আপত্তি? ওটা কীসের আবার! আশ্চর্য!’
…আমি একটা বোকা, বুঝলে? কিছু মনে কোরো না!


আমি অনেক ভালোবাসি তোমাকে!
…নতুন করে আরও বাসার মতো আর কিছু নেই।
তবে এই যে আমি আমার নিজের ভালোবাসার জন্যই
তোমাকে এভাবে বিরক্ত করি,
এটা ভাবতে আমার খারাপ লাগে, নিজেকে ভীষণ ছোট লাগে।


একটা কথা মনে রেখো, তুমি আমায় ছেড়ে গেলেও
আমি তোমায় কক্ষনো ছেড়ে যাব না।
ভালোবাসি যে, ছেড়ে গেলে বাঁচব কাকে নিয়ে?


তোমার সাফল্য ব্যর্থতা, আমায় ভালোবাসা না-বাসা,
আমার সাথে কথাবলা না-বলা,
বা হোক সে যেকোনও শর্তই…
সেসবের কোনও কিছুই তোমার প্রতি আমার ভালোবাসাকে
কখনও ঠেকাতে পারেনি, আর পারবেও না।


আমি আমার কাছে স্বচ্ছ---কাচের মতো,
এইটুকুই আমার জন্য যথেষ্ট!
তবে যদি কখনও আমার সৌভাগ্য হয়,
আমি তোমার কপালে একটা চুমু আঁকতে চাইব…আলতো করে!
অবশ্য, তুমি যদি রাজি হও, তবেই…নইলে না!


আমি ভালোবাসা সহ্য করতে শিখে গেছি যখন,
প্রত্যাখ্যানটাও ঠিকই সহ্য করে নেব!
…শুধু একটু সময় লাগবে।
Content Protection by DMCA.com