কষ্টের এপ্রান্তে

 
তোমাকে খুব কাছ থেকে দেখলে, ছুঁতে পারলে,
আমি সত্যিই স্বাভাবিক হয়ে যাব।


তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না,
তোমাকে ছেড়ে থাকতে আমি পারবই না!
যদি কখনও থাকতে হয় নিতান্ত বাধ্য হয়ে, তবে
সেদিন আমার অনেক কষ্ট হবে, এটা তুমি জেনে রেখো।


আমার জন্য তোমার কষ্ট না-হলেও,
আমার সাথে কথা না-বলে থাকতে তুমি পারলেও,
তোমার জন্য আমার অনেক কষ্ট হয়,
তোমার সাথে কথা না-বলে থাকতে আমি পারি না,
---এতদিনে বিভিন্নভাবে তুমি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ।


আমার এসব পাগলামিকে তুমি কী বোঝো, কী জানো, কী বিচারবিশ্লেষণ করো,
সেই দিকে আমি যাচ্ছি না, তোমাকে শুধু এটুকু জানাচ্ছি,
তোমার প্রতি আমার এইসব অনুভূতিকে আমি ভালোবাসা বলেই জানি।


যেদিন থেকে তোমার দেওয়া কোনও অপমান আর সহ্য করতে পারব না,
সেদিন নাহয় চিন্তা করব,
এই অনুভূতিগুলো নিয়ে আমি কী করব, কোথায় যাব।


তবে ওই দিনটা আসার আগ মুহূর্ত পর্যন্ত,
হাজার বার বলব, হাজার ভাবে বলব,
আমি তোমাকে ভালোবাসি!


আর হ্যাঁ, যেসব মানুষ তোমার মতো নিষ্ঠুর হয়,
ওরাও কেউ সুস্থ না, এটা জেনে রেখো।
Content Protection by DMCA.com