আমি, সুখ নয়

 জানি...এই যে এত সুখ-- 
এতএত ভালোলাগা...
এতবেশি ভালোথাকা...
এতটুকু ভালোরাখা...
জানি, এর কিছুই থাকবে না...
কারণ-- হয়, দুজনই...
নয়, একজন... কিংবা,
অন্যকেউ... অথবা,
কেউই নয়... তবুও,
এ সুখ থাকবে না...
জানি... সুখেরই কেবল,
উড়ে চলে যেতে-- কিছুই লাগে না...
অনেক অনেক লোনাজলে ভর করে সুখ আসে--
কিন্তু চলে যায়--মুহূর্তের গোলকধাঁধায়...
জানি, এ সুখ থাকবে না... ‘কেউ’ হারাবে ‘অন্য’তে... ‘কেউ’ বা, ‘অন্যহীন’এ...
দুটো পৃথক গন্তব্যে...
সুখকে ধরে রাখা যায় না--
ধরে, রাখতেও নেই...
সবাইই যে মুক্ত থাকতে বড় ভালোবাসে...
অজস্র সময় পার... কষ্টের ক্লান্ত গাদাগাদি... কারো, একেবারেই ভুলেযাওয়া...
কারো বা, একেবারেই ভুলতে না পারা...
তবুও, সমস্ত নিরাশার মাঝে...
সব শুকিয়ে যাওয়া, ঝরেপড়া পুরোনো পাতার মাঝেও... অনেকটা প্রশান্তির রেখা হয়ে-- ভার্চুয়ালের ‘মেমোরি’তে ভর করে-- বছরে অন্তত একটা দিন-- কিছু লেখা হয়ে--হয়তো উঁকি দেবো... কারো ভুলে যাওয়া মনমাঝে... আহহহহহ্... নিজমন, মনে মনে বলে, ...এও বা কম কীসে... জানি... একদিন, কোলাহলের নীরবতা ঘুম পাড়িয়ে দেবে... নীরবতার চিৎকারে ঘুম ভেঙে যাবে... কিন্তু, এই আমি-- ঠিক প্রথমদিন, যেমনটি ছিলাম--তেমনটিই আছি...এমনটিই থাকবো... হয়তোবা...সময়ের দাবিতে...কেবলই নীরবে...
Content Protection by DMCA.com