যদি এ-ই হয় শেষ



যদি এ-ই হয় শেষনিঃশ্বাস—
তবে কি তুমিও আমায় চিরতরে ছেড়ে যাবে?

যদি আর কখনও কথা না হয়—
তবে কি তুমি ভালোথাকার অভিনয় করবে?

যদি মৃত্যুযন্ত্রণা বেড়ে যায়—
তুমি কি আমাকে তোমার সর্বস্ব দিয়ে জড়িয়ে ধরবে?

যদি এ-ই আমাদের শেষদেখা হয়—
আমায় তোমার বুকের ভেতরটা দেখতে দেবে?

তোমাকে ভালোবাসাটাই যদি অপরাধ হয়—
তবে কি আমার কঠিনতম শাস্তি হবে?

যদি স্মৃতিরা থমকে দাঁড়ায়—
তুমি কি আমার হাতটা ভীষণ শক্ত করে একবার ধরবে?