আমি মৃতপ্রায় হয়ে
খুঁজে পেয়েছি তোমাকে...
এক শ্বাসরুদ্ধকর স্বপ্নের সমাপ্তিতে,
আত্মার আর্তনাদে—
এক সৃষ্টির লগ্নে।
শুধু বলেছিলে, ভালোবাসো আমাকে।
অবসন্ন মেঘের আড়ালে
তোমার নামে একগুচ্ছ সাদা গোলাপ রেখে,
প্রার্থনার মাঝে হঠাৎ
পেয়েছি তোমাকে।
নিশ্চুপ কালো রাতের আঁধার পেরিয়ে
তুমি এসেছিলে আমার জগতে।